IPL 2026

রাজস্থানকে আট বছর কোচিং করানো দিশান্ত কেকেআরে, আগামী আইপিএলে বিশেষ দায়িত্বে দেখা যাবে তাঁকে

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হলেও ঘর গুছিয়ে নিচ্ছেন কেকেআর কর্তৃপক্ষ। রাজস্থান রয়্যালসকে আট বছর কোচিং করানো এক প্রাক্তন ক্রিকেটারকে দেওয়া হল বিশেষ দায়িত্ব।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৩
picture of cricket

দিশান্ত ইয়াগনিক। ছবি: এক্স।

আগামী মরসুমের জন্য ফিল্ডিং কোচ চূড়ান্ত করে ফেলল কলকাতা নাইট রাইডার্স। অভিষেক নায়ারের অন্যতম সহকারী হিসাবে যোগ দিচ্ছেন দিশান্ত ইয়াগনিক। রাজস্থানের প্রাক্তন ক্রিকেটার চার বছর আইপিএল খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। একটি রঞ্জি দলকে কোচিং করানো অভিজ্ঞতাও রয়েছে তাঁর।

Advertisement

২০১৭ সালে প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর নেন দিশান্ত। খেলোয়াড়জীবনে তিনি ছিলেন উইকেটরক্ষক। ব্যাট করতেন বাঁ হাতে। রাজস্থানের হয়ে ২৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ২৫টি ৫০ ওভারের ম্যাচ এবং ২২টি ২০ ওভারের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। ৪২ বছরের দিশান্ত ২০১১ থেকে ২০১৪ পর্যন্ত আইপিএলের ২৫টি ম্যাচ খেলেছেন রাজস্থানের হয়ে। ২০১৮ থেকে ২০২৫ পর্যন্ত তিনি ছিলেন রাজস্থানের ফিল্ডিং কোচ। এই মুহূর্তে জম্মু-কাশ্মীরের ক্রিকেট দলের সঙ্গে যুক্ত রয়েছেন দিশান্ত। পুদুচেরির রঞ্জি দলকে কোচিং করানোর অভিজ্ঞতাও রয়েছে। আগামী আইপিএলে তাঁকে দেখা যাবে তিন বারের চ্যাম্পিয়নদের ডাগ আউটে।

আগামী আইপিএলের কেকেআরের প্রধান কোচ নায়ারের সঙ্গে রয়েছেন মেন্টর ডোয়েন ব্র্যাভো, সহকারী কোচ শেন ওয়াটসন, বোলিং কোচ টিম সাউদি এবং পাওয়ার কোচ আন্দ্রে রাসেল। তাঁদের সঙ্গে অজিঙ্ক রাহানেদের ফিল্ডিংয়ের দিকটি দেখবেন দিশান্ত।

Advertisement
আরও পড়ুন