Asia Cup 2025

এশিয়া কাপ ফাইনালের আগে ভারতেই ‘গৃহযুদ্ধ’! লেগে গেল বুমরাহ-কাইফের, প্রাক্তন ব্যাটার অসত্য বলছেন, দাবি জসপ্রীতের

কথার যুদ্ধে জড়িয়ে পড়লেন মহম্মদ কাইফ এবং জসপ্রীত বুমরাহ। কাইফের একটি পোস্টের উত্তর দিতে গিয়ে বুমরাহ জানিয়েছেন, প্রাক্তন ব্যাটার অসত্য কথা বলছেন। তখন সুর বদলে ফেলেন কাইফ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৩
cricket

জসপ্রীত বুমরাহ। ছবি: পিটিআই।

এশিয়া কাপ ফাইনালের আগে কথার যুদ্ধে জড়িয়ে পড়লেন মহম্মদ কাইফ এবং জসপ্রীত বুমরাহ। সমাজমাধ্যমে করা কাইফের একটি পোস্টের উত্তর দিতে গিয়ে বুমরাহ জানিয়েছেন, প্রাক্তন ব্যাটার অসত্য কথা বলছেন। সুর বদলে তখন কাইফ বলেছেন, তিনি বুমরাহের ভাল চান বলেই এমন কথা বলেছেন।

Advertisement

এশিয়া কাপে বুমরাহকে দিয়ে যে ভাবে বল করানো হচ্ছে তা নিয়ে আপত্তি তোলেন কাইফ। যুক্তি দিয়ে দেখান, কী ভাবে রোহিত শর্মার অধীনে বুমরাহকে নির্দিষ্ট কিছু ওভারে বল করানো হত, যা বদলে গিয়েছে সূর্যকুমার যাদবের অধীনে। বড় দলের বিরুদ্ধে ভারত অসুবিধায় পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

কাইফ লেখেন, “রোহিতের অধীনে বুমরাহ সাধারণত ১, ১৩, ১৭ এবং ১৯তম ওভারে বল করত। এশিয়া কাপে সূর্যের অধীনে শুরুতেই টানা তিন ওভার বল করে দিচ্ছে। ইদানীং চোট এড়াতে গা গরম থাকার সময়েই বুমরাহ বল করে নিতে চায়। বাকি ১৪ ওভারে বুমরাহ মাত্র এক ওভার বল করবে, এটা কিন্তু বিপক্ষ দলের কাছে খুবই শান্তির ব্যাপার। এই কৌশল ধরে রাখলে বিশ্বকাপে কঠিন দলের বিরুদ্ধে ভারত চাপে পড়তে পারে।”

এই পোস্ট বুমরাহের নজর এড়ায়নি। তিনি লেখেন, “আগেও অসত্য কথা বলেছ। এখনও অসত্য কথা বলছ।” ভারতীয় পেসার যে এ ভাবে জবাব দেবেন তা ভাবতে পারেননি কাইফ। সে কারণেই সুর নরম করে তিনি লেখেন, “তোমার একজন ভক্ত এবং শুভাকাঙ্ক্ষীর ক্রিকেট পরামর্শ হিসাবেই বিষয়টা দেখো। তুমি ভারতীয় ক্রিকেটে ম্যাচ জেতানোর জন্য সবচেয়ে বড় ক্রিকেটার। ভারতের জার্সি পরে নিজের সেরাটা দিতে ঠিক কেমন লাগে সেটা আমি জানি।”

Advertisement
আরও পড়ুন