ICC Women\'s ODI World Cup 2025

মহিলাদের বিশ্বকাপ ফাইনালে জাতীয় সঙ্গীত গাইবেন সুনিধি, দর্শকদের জন্য থাকছে বিশেষ অনুষ্ঠান

খেলা শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীত গাইবেন সুনিধি চৌহান। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কেপটাউন থেকে নিয়ে আসা হয়েছে ট্যারিন ব্যাংককে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ নভেম্বর ২০২৫ ১১:৪০
picture of sunidhi chauhan

সুনিধি চৌহান। ছবি: এক্স।

মহিলাদের এক দিনের বিশ্বকাপ ফাইনালে ক্রিকেটের টানটান লড়াই তো থাকছেই। সঙ্গে থাকছে নানা বিনোদনের ব্যবস্থাও। দর্শকদের জন্য বাড়তি মনোরঞ্জনের ব্যবস্থা করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কর্তারা।

Advertisement

ফাইনালের বিরতিতে আতশবাজি, লেজ়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছে। থাকছে নাচ-গানের অনুষ্ঠানও। গান গাইবেন সুনিধি চৌহান। তাঁর সঙ্গে থাকবেন ৬০ জন নৃত্যশিল্পী। আতশবাজির যে প্রদর্শনী হবে, তার পরিকল্পনা করেছেন সঞ্জয় শেট্টি। ড্রোন শোয়েরও ব্যবস্থা থাকবে দর্শকদের জন্য। সব মিলিয়ে ৩৫০ জন শিল্পী অংশ নেবেন দু’ইনিংসের বিরতির অনুষ্ঠানে।

খেলা শুরুর আগে ভারতের জাতীয় সঙ্গীতও গাইবেন সুনিধি। দক্ষিণ আফ্রিকার জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য কেপটাউন থেকে নিয়ে আসা হয়েছে ট্যারিন ব্যাংককে। বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সুনিধি বলেছেন, ‘‘মহিলাদের বিশ্বকাপ ফাইনালে গান গাওয়ার সুযোগ অত্যন্ত সম্মানের। বিশেষ এই অনুষ্ঠানের জন্য অপেক্ষা করছি। ভারত ফাইনাল খেলবে। গ্যালারি ভর্তি থাকবে। আমি নিশ্চিত দুর্দান্ত পরিবেশ থাকবে স্টেডিয়ামে। আশা করি দিনটা আমরা দীর্ঘ দিন মনে রাখতে পারব।’’

রবিবার দুপুর ৩টে থেকে শুরু হবে ফাইনাল। মুখোমুখি ভারত এবং দক্ষিণ আফ্রিকা। আগে দু’বার ফাইনালে উঠেও চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত। এই প্রথম ফাইনাল খেলবে দক্ষিণ আফ্রিকা। দু’দলের সামনেই প্রথম বার বিশ্বজয়ের সুযোগ।

Advertisement
আরও পড়ুন