ICC Women ODI World CUP 2025

১১-০! লড়াই কোথায়, একপেশে! মহিলাদের বিশ্বকাপে ভারত-পাক ম্যাচ শুরু হল সূর্যের খোঁচায়

এশিয়া কাপে সময় ভারত-পাকিস্তান দ্বৈরথ নিয়ে সলমন আলি আঘাদের খোঁচা দিয়েছিলেন সূর্যকুমার যাদব। মহিলাদের বিশ্বকাপের ভারত-পাক ম্যাচ নিয়েও ফতিমা সানাদের খোঁচা দিতে ভুললেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ অক্টোবর ২০২৫ ১৫:৪২
picture of SuryaKumar Yadav

সূর্যকুমার যাদব। —ফাইল চিত্র।

এশিয়া কাপের সময় সূর্যকুমার যাদব ভারত-পাকিস্তান লড়াইকে গুরুত্ব দিতে চাননি। টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেছিলেন, এখন আর ভারত-পাক ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা হয় না। মহিলাদের এক দিনের বিশ্বকাপেও হরমনপ্রীত কৌর-ফতিমা সানাদের লড়াইয়ের আগে পাকিস্তানকে খোঁচা দিতে ভুললেন না সূর্যকুমার।

Advertisement

এশিয়া কাপের সময় সূর্যকুমার সাংবাদিকদের বলেছিলেন, ‘‘আমার মনে হয় ভারত-পাকিস্তান লড়াই নিয়ে এ বার আপনাদের প্রশ্ন করা বন্ধ করা উচিত। আমার মতে, যদি দুটো দল ১৫-২০টা ম্যাচ খেলে এবং স্কোরলাইন ৭-৭, অথবা ৮-৭ হয়, তবেই সেটাকে ভাল ক্রিকেট বলা যায়। আমি সঠিক পরিসংখ্যান জানি না। কিন্তু একটা দলের পক্ষে যদি স্কোরলাইন ১৩-০, ১০-১ হয়, তা হলে এখন আর এটা কোনও লড়াই নয়। আর কোনও প্রতিদ্বন্দ্বিতা নয়।’’

মহিলাদের ম্যাচের আগেও পরিসংখ্যানের কথা বলে একই রকম ভাবে খোঁচা দিয়েছেন সূর্যকুমার। বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলকে সূর্যকুমার হাসতে হাসতে বলেছেন, ‘‘এক দিনের ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে ১১ বার। প্রতিটা ম্যাচ ভারত জিতেছে। সহজ জয় এসেছে। ১১-০ ব্যবধানে এগিয়ে আমরা। কোথায় প্রতিদ্বন্দ্বিতা? কোনও লড়াই নেই। একদম একপেশে।’’ পাকিস্তানকে খোঁচা দিয়েই থামেননি সূর্যকুমার। বিশ্বকাপের জন্য হরমনপ্রীতদের শুভেচ্ছাও জানিয়েছেন সদ্য এশিয়া কাপজয়ী অধিনায়ক।

এশিয়া কাপের সময় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন সূর্যকুমার। ইনজামাম উল হক-সহ পাকিস্তানের একাধিক প্রাক্তন ক্রিকেটার তাঁর মন্তব্য নিয়ে মুখ খুলেছিলেন। সূর্যকুমার যে ওই বিতর্ককে বিশেষ গুরুত্ব দেননি, তা বুঝিয়ে দিলেন মহিলাদের বিশ্বকাপ নিয়ে মন্তব্য করে।

Advertisement
আরও পড়ুন