ICC T20 World Cup 2026

টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ প্রকাশ্যে! আগামী বছর কবে শুরু প্রতিযোগিতা, ফাইনাল কোথায়?

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫টি দল চূড়ান্ত। বাকি রয়েছে আরও পাঁচটি জায়গা। আফ্রিকা অঞ্চল থেকে দু’টি দেশ এবং এশিয়া এবং ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের তিনটি দেশ যোগ্যতা অর্জন করবে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ২২:১৪
picture of cricket

টি-টোয়েন্টি বিশ্বকাপের ট্রফি। —ফাইল চিত্র।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে পারে ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি। ভারত এবং শ্রীলঙ্কা যৌথ ভাবে বিশ্বকাপ আয়োজন করবে। অংশগ্রহণ করবে ২০টি দেশ। ভারতের পাঁচটি এবং শ্রীলঙ্কার দু’টি মাঠে হতে পারে বিশ্বকাপের ম্যাচগুলি।

Advertisement

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হবে ৮ মার্চ। এই ম্যাচ হবে অহমদাবাদ অথবা কলম্বোয়। পাকিস্তান ফাইনালে উঠলে সেই ম্যাচ হবে কলম্বোয়। না হলে অহমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামেই হবে ট্রফির লড়াই। ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদনে এমনই দাবি করা হয়েছে।

আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) এখনও সরকারি ভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ প্রকাশ করেনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের দিনক্ষণ চূড়ান্ত করার কাজ চলছে এখনও। আইসিসির এক কর্তা বিশ্বকাপ শুরু এবং শেষ হওয়ার দিন জানিয়েছেন বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপেও ২০টি দেশ খেলেছিল। পাঁচটি করে দেশ নিয়ে চারটি গ্রুপে ভাগ করা হয়েছিল। প্রতিটি গ্রুপের সেরা দু’টি দল সুপার এইট পর্বের যোগ্যতা অর্জন করেছিল। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ একই ফরম্যাটে হতে পারে। সুপার এইটে ওঠা দলগুলিকে আবার দু’টি গ্রুপে ভাগ করা হবে। দু’টি গ্রুপের প্রথম দুই দল সেমিফাইনালে উঠবে।

আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৫টি দল চূড়ান্ত হয়ে গিয়েছে। দুই আয়োজক দেশ ভারত এবং শ্রীলঙ্কা ছাড়াও আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আমেরিকা, ওয়েস্ট ইন্ডিজ়, নিউ জ়িল্যান্ড, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, নেদারল্যান্ডস, ইটালির খেলা চূড়ান্ত। বাকি রয়েছে আরও পাঁচটি জায়গা। আফ্রিকা অঞ্চল থেকে দু’টি দেশ যোগ্যতা অর্জন করবে। এ ছাড়া এশিয়া এবং ইস্ট এশিয়া প্যাসিফিক অঞ্চলের তিনটি দেশ যোগ্যতা অর্জন করতে পারবে।

Advertisement
আরও পড়ুন