ভারতীয় দলের কয়েক জন ক্রিকেটার। —ফাইল চিত্র।
সিরিজ়ে পিছিয়ে রয়েছে ভারত। প্রথম তিনটে টেস্টের মধ্যে দুটো হেরেছে তারা। জিতেছে একটা। বুধবার থেকে ম্যাঞ্চেস্টারে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্ট খেলতে নামবে ভারত। সিরিজ়ে টিকে থাকার লড়াই শুভমন গিলদের। সেই টেস্টে ভারতের প্রথম একাদশে তিনটে বদলের সম্ভাবনা রয়েছে। তিনটের মধ্যে দুটো বদল বাধ্য হয়ে করতে হবে ভারতকে।
ভারতের সম্ভাব্য একাদশ:
১) যশস্বী জয়সওয়াল— লর্ডসে রান পাননি। খারাপ শট খেলে আউট হয়েছেন। তার পরেও যশস্বীর উপরেই ভরসা রয়েছে ভারতের। ম্যাঞ্চেস্টারেও তিনিই ওপেন করবেন।
২) লোকেশ রাহুল— লর্ডসে প্রথম ইনিংসে শতরান করেছেন। সিরিজ়ে ফর্মে রয়েছেন রাহুল। ফলে চতুর্থ টেস্টেও তিনি খেলবেন।
৩) সাই সুদর্শন— প্রথম টেস্টের পর বাইরে বসতে হয়েছিল। কিন্তু করুণ নায়ার তিন নম্বরে বড় রান পাননি। ফলে ম্যাঞ্চেস্টারে আবার সুদর্শন ফিরতে পারেন ভারতের প্রথম একাদশে। সে ক্ষেত্রে বাইরে বসতে হবে করুণকে।
৪) শুভমন গিল— দলের অধিনায়ক। লর্ডস টেস্ট ভাল যায়নি। ম্যাঞ্চেস্টারে আবার পুরনো ছন্দ ফিরে পেতে চাইবেন শুভমন।
৫) ঋষভ পন্থ— চোট সেরে গিয়েছে পন্থের। তাঁর ব্যাটিং দলের বড় ভরসা। ফলে চতুর্থ টেস্টেও খেলবেন তিনি।
৬) রবীন্দ্র জাডেজা— লর্ডসে একাই লড়েছেন। দলকে জেতাতে না পারলেও প্রশংসা পেয়েছে তাঁর ব্যাটিং। ম্যাঞ্চেস্টারেও তিনি খেলবেন।
৭) শার্দূল ঠাকুর— প্রথম টেস্টের পর নীতীশ রেড্ডির কাছে জায়গা হারিয়েছিলেন। নীতীশ চোট পেয়ে সিরিজ়ের বাইরে। ফলে আবার প্রথম একাদশে ঢুকবেন শার্দূল।
৮) ওয়াশিংটন সুন্দর— লর্ডসে ভাল বল করেছেন। ব্যাটটাও করতে পারেন। চতুর্থ টেস্টেও প্রথম একাদশে ওয়াশিংটনের খেলা পাকা।
৯) জসপ্রীত বুমরাহ— তিনি যে চতুর্থ টেস্টে খেলবেন তা নিশ্চিত। ভারতের বোলিং আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব তাঁর কাঁধেই।
১০) মহম্মদ সিরাজ— বুমরাহের বোলিং জুটি সিরাজ। চতুর্থ টেস্টে এই দু’জনের উপর বড় ভরসা ভারতের।
১১) অংশুল কম্বোজ— অর্শদীপ সিংহ সুস্থ থাকলে ম্যাঞ্চেস্টারে চোট পাওয়া আকাশদীপের বদলে তিনিই খেলতেন। কিন্তু অর্শদীপ চোট পেয়েছেন। প্রসিদ্ধ কৃষ্ণের যা ফর্ম তাতে তাঁর খেলার সম্ভাবনা কম। এই পরিস্থিতিতে দলের সঙ্গে যোগ দেওয়া হরিয়ানার পেসার কম্বোজকে খেলাতে পারে ভারত। তাঁকে ইংল্যান্ডের ব্যাটারেরা দেখেননি। ম্যাঞ্চেস্টারে অভিষেক হতে পারে কম্বোজের।