এজবাস্টনের মাঠ। ছবি: সমাজমাধ্যম।
ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ়ে সমতা ফেরাতে হলে ভারতকে শুধু রান বা উইকেটের কথা ভাবলেই চলবে না, নজর রাখতে হবে আকাশের দিকেও। লিডসে হারের পর শুভমন গিলের দলকে মাঠে নামতে হবে সাহস নিয়ে। তবে আবহাওয়ার যে পূর্বাভাস, তাতে নির্বিঘ্নে খেলা হওয়ার ব্যাপারে আশাবাদী হওয়া যাচ্ছে না।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার টেস্ট শুরুর প্রথম দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১০টার (ভারতের সময় অনুযায়ী দুপুর ১.৩০টা থেকে ২.৩০টা) মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি টসের সময়েও বৃষ্টি হতে পারে। পিছিয়ে যেতে পারে খেলা শুরুর সময়। সন্ধ্যা ৭টার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে প্রথম দিনের খেলা খুব বেশি বাড়ানো যাবে না। সারা দিনই আকাশ মেঘলা থাকার সম্ভাবনা। বোলারদের পক্ষে খুবই ভাল পরিবেশ থাকবে।
দ্বিতীয় দিন খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। রোদ উঠতে পারে। সুবিধা পেতে পারেন ব্যাটারেরা। তৃতীয় দিনও শুকনো থাকবে। যদিও আকাশ থাকতে পারে মেঘে ঢাকা। এই দু’দিন খুব বেশি খেলা নষ্ট হওয়ার সম্ভাবনা নেই।
ম্যাচের শেষ দু’দিন আবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চতুর্থ দিনে ৬০ শতাংশ এবং পঞ্চম দিনে ৯০ শতাংশ বৃষ্টি হওয়ার সম্ভাবনা। সপ্তাহান্তে দু’দিনই পুরো খেলা হওয়ার সম্ভাবনা কম।
এই পরিস্থিতিতে টস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছে। বুধবার আকাশ মেঘলা থাকায়, টসে জেতা দল আগে বল করার সিদ্ধান্ত নিতে পারে। প্রথম দিন বিপক্ষকে চাপে ফেলে দিয়ে ম্যাচ জেতার সুবিধা নিতে চাইবে দুই দলই।