India Vs Australia Series 2025

ভারতের অনুশীলনে হাজির আগরকর, তার পরেই মনমরা রোহিত, অ্যাডিলেডে কি ওপেনিংয়ে যশস্বী!

২২৪ দিন পর ভারতের জার্সিতে ফিরে রান পাননি রোহিত শর্মা। অ্যাডিলেডে দ্বিতীয় এক দিনের ম্যাচে কি বাদ পড়বেন তিনি? কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকরের কাজে তারই ইঙ্গিত।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৭:০২
cricket

রোহিত শর্মা (বাঁ দিকে) ও অজিত আগরকর। —ফাইল চিত্র।

অনুশীলনে বেশ খোশমেজাজে থাকেন রোহিত শর্মা। সতীর্থ, কোচিং স্টাফদের সঙ্গে মজা করেন। সাংবাদিক, অনুশীলন দেখতে আসা সমর্থকদের সঙ্গেও কথা বলেন। কিন্তু অ্যাডিলেডে নামার আগে ভারতের অনুশীলনে রোহিতের সেই রূপ উধাও। মনমরা হয়ে পড়েছেন তিনি। তবে কি অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে জায়গা পাবেন না রোহিত? যশস্বী জয়সওয়ালের খেলার সম্ভাবনা দেখা দিচ্ছে। নেপথ্যে কোচ গৌতম গম্ভীর ও নির্বাচক প্রধান অজিত আগরকর।

Advertisement

চলতি সিরিজ়‌ে ভাল খেলতে না পারলে হয়তো আর দেশের জার্সিতে খেলাই হবে না, এ কথা জানেন রোহিত। তাই এ দিন অনুশীলন শুরু হওয়ার ৪৫ মিনিট আগেই হাজির হয়ে যান। বেশ কিছুটা পরে বাকিরা আসেন। কোচিং স্টাফদের মধ্যে তখন স্রেফ কোচ গম্ভীরই হাজির ছিলেন। সঙ্গে দুই থ্রোডাউন বিশেষজ্ঞ দয়ানন্দ গরানি এবং রাঘবেন্দ্র ছিলেন। রোহিত প্রথমে যে নেটে ঢোকেন সেটি স্যাঁতসেতে ছিল। বল ঠিকঠাক লেংথে পড়ছিল না। গম্ভীর বুঝতে পেরেছিলেন এ ভাবে চললে চোট পেতে পারেন রোহিত। তাই পাশের নেটে যেতে বলেন প্রাক্তন অধিনায়ককে। সেখানে রোহিতের মনোযোগ আরও বাড়ে। টানা অনুশীলন করেন। এক বারের জন্যও চোখ সরাননি গম্ভীর।

অনুশীলনের মাঝেই গিয়ে হাজির হন আগরকর। ছিলেন পূর্বাঞ্চলের নির্বাচক শিবসুন্দর দাসও। তাঁদের সঙ্গে কিছু ক্ষণ কথা বলেন গম্ভীর। তার পর যশস্বীকে ডাকেন তাঁরা। যশস্বীর সঙ্গে তাঁদের বেশ কিছু ক্ষণ কথা বলতে দেখা যায়। তত ক্ষণে রোহিতের অনুশীলন শেষ হয়ে গিয়েছিল। তিনি ফোনে কারও সঙ্গে কথা বলতে বলতে টিম বাসের দিকে এগোন। ‘রেভস্পোর্টজ়’ জানিয়েছে, রোহিতকে বেশ মনমরা দেখাচ্ছিল। কারও সঙ্গে খুব একটা কথা বলেননি তিনি। তার পরেই প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি রোহিত বুঝে গিয়েছেন যে তিনি অ্যাডিলেডে খেলছেন না? নাকি মনঃসংযোগের জন্য নিজেকে বাকিদের থেকে আলাদা রাখছেন তিনি?

অ্যাডিলেডে ভারতের প্রথম একাদশে যশস্বী থাকছেন কি না তা নিয়ে অবশ্য কিছু খোলসা করেননি দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, “যশস্বী ১৫ জনের দলে রয়েছে। ও অনুশীলন করছে। নিজেকে তৈরি রাখছে। কিন্তু ১১ জনের বেশি তো খেলানো যাবে না। তাই সুযোগের অপেক্ষা করতে হবে। সুযোগ পেলে তা কাজে লাগাতে হবে।”

সীতাংশু জানিয়েছেন, নেটে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও করছেন যশস্বী। তাতে দলেরই সুবিধা হচ্ছে। ব্যাটিং কোচ বলেন, “যশস্বী লেগ স্পিন করে। ওকে দেখে মনে হয় ও বল করতে ভালবাসে। আগের থেকে এখন বলের নিয়ন্ত্রণ অনেক বেড়েছে। অনেক সময় কাটাচ্ছে। এটা তো ভাল ইঙ্গিত।” সীতাংশুর কথা থেকে স্পষ্ট, তাঁদের পরিকল্পনায় যশস্বী রয়েছেন। তবে বৃহস্পতিবারই তাঁকে খেলতে দেখা যাবে কি না তা নিয়ে কিছু খোলসা করেননি তিনি।

Advertisement
আরও পড়ুন