bizarre

হোস্টেলের ঘরে তীব্র গন্ধ, ঘুম ভেঙে ছাত্রী দেখলেন রক্তে ভাসছেন ‘নির্বাক’ সহপাঠী, কোলে সদ্যোজাত ‘বিরাট শিশু’!

একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের অন্তঃসত্ত্বা ছাত্রী পরীক্ষার জন্য হোস্টেলে রয়ে গিয়েছিলেন। সন্তান প্রসবের সময় এগিয়ে এলেও পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি বাড়ি ফিরতে পারেননি। মাঝরাতে হোস্টেলের ঘরেই সন্তান প্রসব করেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ জুলাই ২০২৫ ০৮:০২
student unexpectedly giving birth in her hostel room

—প্রতীকী ছবি।

মাঝরাতে বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের ঘরেই সন্তান প্রসব করলেন ২০ বছরের এক ছাত্রী। গভীর রাতে নিজের বাঙ্ক বিছানায় শুয়ে থাকার সময় তীব্র পেটে ব্যথা অনুভব করেন তিনি। হাসপাতালে যাওয়ার অবসরটুকুও মেলেনি তাঁর। অপ্রত্যাশিত ভাবে সন্তান প্রসব করেন ওই ছাত্রী। রক্তের তীব্র গন্ধে ঘুম ভেঙে যায় তরুণীর সহপাঠীর। চোখ খুলে ঘরের দৃশ্য দেখে হতবাক হয়ে পড়েন তিনিও। দ্রুত প্যারামেডিক দলকে খবর দেওয়ার চেষ্টা করেন। তত ক্ষণে প্রায় ৫ কেজি ওজনের একটি শিশু প্রসব করেন অন্তঃসত্ত্বা ছাত্রী।

Advertisement

সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ঘটনাটি ঘটেছে চিনের হুবেইতে। সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ছাত্রী পরীক্ষার জন্য হোস্টেলে রয়ে গিয়েছিলেন। সন্তান প্রসবের সময় এগিয়ে এলেও পরীক্ষার প্রস্তুতির জন্য তিনি বাড়ি ফিরতে পারেননি। রাতে প্রসববেদনা অনুভব করলেও হাসপাতালে যাওয়ার সিদ্ধান্ত নেননি। তিনি ভেবেছিলেন সকাল হলে হাসপাতালে ভর্তি হবেন।

সেই সুযোগ তিনি পাননি। পরে সংবাদমাধ্যমে সদ্য মা হওয়া তরুণী জানান, এটি তাঁর প্রথম সন্তান নয়। এর আগেও তিনি মা হয়েছেন। তাই তিনি দ্বিতীয় সন্তান প্রসবের সময় শান্ত ও নীরব ছিলেন। সহপাঠীর তৎপরতায় জীবন রক্ষা হয় তাঁর। ঘর অন্ধকার থাকায় ও সকলের ঘুমের ব্যাঘাত যাতে না হয় তাই তিনি সকাল হওয়া পর্যন্ত অপেক্ষা করতে চেয়েছিলেন। বেশ বড় একটি শিশুর জন্ম দেওয়ার পর তরুণীর শরীর থেকে প্রচণ্ড রক্তপাত হতে শুরু করে। হাসপাতালে ভর্তির সময় তাঁর অবস্থা আশঙ্কাজনক ছিল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। পরে চিকিৎসা শুরু হওয়ায় মা ও শিশু দু’জনেই সুস্থ হয়ে ওঠেন বলে সংবাদমাধ্যমে বলা হয়েছে।

Advertisement
আরও পড়ুন