viral video

তরুণকে পর পর চড় কষালেন তরুণী! মাঠে যখন লড়াই ভারত-ওয়েস্ট ইন্ডিজ়ের, গ্যালারিতে তখন অন্য লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল

‌ভিডিয়োয় ধরা পড়েছে, তরুণী মেজাজ হারিয়ে পাশে বসে থাকা তরুণকে পর পর থাপ্পড় মারছেন। প্রতিবাদ না করে কেবল হেসেই চলেছেন তরুণ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৫:২১
A brawl between a woman and a person during the India vs Windies Test match

ছবি: সংগৃহীত।

ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ়ের টেস্ট ম্যাচ চলছে। ঠিক সেই সময় গ্যালারিতে ঘটে গেল অপ্রত্যাশিত এক ঘটনা। দেখা গেল, দর্শকের আসনে বসে খেলা দেখতে দেখতে এক তরুণকে একের পর এক চড় মেরে চলেছেন এক তরুণী। পাশে বসা তরুণ হাসিমুখে সহ্য করছেন তরুণীর চড়। মুহূর্তে একাধিক ক্যামেরা ঘুরে যায় তাঁদের দিকে। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সম্প্রতি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ়ের টেস্ট খেলার সময় অদ্ভুত দৃশ্যটি ধরা পড়ে। ক্লিপটিতে দেখা গিয়েছে, তরুণী মেজাজ হারিয়ে পাশে বসে থাকা তরুণকে পর পর থাপ্পড় মারছেন। তরুণীর আচরণের প্রতিবাদ না করে তরুণ কেবল হেসেই চলেছেন। তার পর তরুণের ঘাড় ধরে ঝাঁকিয়ে বাঁ হাতের তর্জনী তুলে বাক্যবাণ ছুড়তে শুরু করেন তরুণী। তবে সেই হাতাহাতির মুহূর্তটি কয়েক সেকেন্ডের মধ্যেই শেষ হয়ে যায়।

ক্রিকেট ম্যাচের ঘটে যাওয়া ভিডিয়োটি দ্রুত বিভিন্ন সমাজমাধ্যম ছড়িয়ে পড়ে। প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন। জনসমক্ষে চড় খেয়েও তরুণের শান্ত প্রতিক্রিয়া এবং তরুণীর হতাশার অভিব্যক্তি নেটাগরিকদের নজর কেড়েছে। এক্স হ্যান্ডলের ‘ঘর কা কলেশ’ নামের একটি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ভিডিয়োটি ইতিমধ্যেই প্রায় ২০ লক্ষ বার দেখা হয়েছে। ১৭ হাজারেরও বেশি লাইক জমা পড়েছে তাতে। মজার মজার মন্তব্য জমা পড়েছে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘আমার মনে হয় এটা প্রেমের লড়াই ছিল.. তরুণ অন্য কোনও তরুণীকে দেখছিলেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আসল বিনোদন সব সময় মাঠের ভিতরে থাকে না, মাঝেমাঝে মাঠের পাশেও দেখা যায়।’’

Advertisement
আরও পড়ুন