viral video

রেলের হাইটেনশন তার ধরে ঝুলোঝুলি! মদ্যপ তরুণকে ‘খতরোঁ কা খিলাড়ি’ তকমা দিল নেটপাড়া, প্রকাশ্যে ভিডিয়ো

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১১:৫৯
man spotted hanging on a high tension wire

ছবি: সংগৃহীত।

ট্রেনের হাইটেনশন তার ধরে ঝুললেন এক যুবক। তারে ঝুলে ঝুলে উপর-নীচে করে দোল খেতে লাগলেন অদ্ভুত কায়দায়। যে ভাবে প্রাণের ঝুঁকি নিয়ে তিনি এই কাজটি করতে শুরু করেছিলেন তা দেখে স্টেশনে ভিড় জমে যায়। হাঁটা থামিয়ে থমকে দাঁড়িয়ে তরুণের কাণ্ড দেখতে শুরু করলেন যাত্রীরা। সেই ঘটনারই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োটি কোথায় ও কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা নিয়ে নিশ্চিত কোনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, রেলস্টেশনে ট্রেনের হাইটেনশন তার দু’হাতে ধরে ঝুলতে শুরু করছেন এক তরুণ। সেই ঘটনা দেখে স্টেশনের পাওয়ার কেবিনে ফোন করে লাইনে বিদ্যুৎসংযোগ বন্ধ করার অনুরোধ করতে শোনা যায় ভিডিয়োয়। ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়েছে, ‘‘দেশি মদের কামাল। আসল খতরোঁ কা খিলাড়ি তো বাস্তবেই দেখা যায়। ২৫ হাজার কেভির বিদ্যুতবাহী তার ধরে ঝোলার সাহস দেখাতে পারে।’’ তার ধরে কয়েক সেকেন্ড ঝোলার পর হাত ছেড়ে দেন ওই ব্যক্তি। সেই তার থেকে রেললাইনের উপর সজোরে মুখ থুবড়ে পড়ে যান তিনি। দু’-এক সেকেন্ডের মাথায় তাঁকে নড়াচড়া করতে দেখা গিয়েছে। তার পর কী ঘটেছিল তা আর জানা সম্ভব হয়নি।

‘শশীকান্তদুবে’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকেই শিউরে উঠেছেন। কয়েক লক্ষ বার দেখা হয়েছে সেটি। এক লক্ষের বেশি নেটমাধ্যম ব্যবহারকারী ভিডিয়োয় লাইক করেছেন। অনেকেই ভিডিয়োটি দেখে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন। এক দিকে যেমন কেউ কেউ যুবকের কাণ্ড দেখে উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনি আবার অনেকে মজার মজার মন্তব্যে ভরিয়ে দিয়েছেন। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘২০২৮ সালের অলিম্পিকের জন্য অনুশীলন শুরু করে দিয়েছেন।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘আজ মনে হয় যমরাজ ট্র্যাফিক জ্যামে আটকে রয়েছেন।’’

Advertisement
আরও পড়ুন