viral video

রিলের জন্য জীবন বাজি, রেলব্রিজ থেকে ঝুলে ঝুলে স্টান্ট! তরুণের ‘মৃত্যুর খেলা’র ভিডিয়ো দেখে শিউরে উঠল নেটপাড়া

স্টান্ট দেখানোর জন্য রেলের ব্রিজকে বেছে নিতে দেখা গেল এক তরুণকে। রেলের সেতুর উপরে এবং নীচে ঝুলে ঝুলে যে সব ব্যায়াম করেছেন ওই তরুণ, তা সত্যিই অবাক করার মতো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ ১২:৪৩
young man perform stunts on rail bridge

ছবি: সংগৃহীত।

রেললাইনে পাতা লোহার পাটাতন ধরে একের পর এক ‘পুশ-আপ’। পর ক্ষণেই রেলব্রিজের উপর ঝুলন্ত অবস্থায় অনুশীলন করতে দেখা গেল এক তরুণকে। স্টান্ট দেখানোর জন্য রেলের ব্রিজকেই বেছে নিলেন তরুণ। বিপজ্জনক সেই স্টান্টের বেশ কয়েকটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োগুলি বিতর্কের জন্ম দিয়েছে। যদিও এই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ভিডিয়োগুলি কবে বা কোথায় তোলা হয়েছে সে সম্পর্কেও কোনও তথ্য পাওয়া যায়নি।

Advertisement

রেলের ব্রিজে তোলা দু’টি ভিডিয়ো একই ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। একটি রিলে দেখা গিয়েছে, তরুণ খালি গায়ে, কালো জিনসের প্যান্ট পরে রেললাইনের মাঝখানের ফাঁকে শরীরের নীচের অংশটি ঝুলিয়ে দিয়েছেন। হাতের উপর ভর দিয়ে কসরত করছেন। দ্বিতীয় ভিডিয়োয় তাঁকে রেলের ব্রিজের উপর ঝুলন্ত অবস্থায় অনুশীলন করতে দেখা গিয়েছে। যে ভাবে তরুণ রেলের সেতুর উপরে এবং নীচে ঝুলে ঝুলে ব্যায়ামগুলি করছেন তা সত্যিই অবাক করার মতো। রেললাইনের পাটাতনে ভর দিয়ে ব্যায়ামের স্টান্টটি দেখে বহু নেটাগরিকই তরুণকে সাবধান করেছেন।

ভিডিয়োগুলি ‘ফিটনেসকিট’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ইনস্টাগ্রামে এই রিলগুলি পোস্ট করে তরুণ নিজেই ক্যাপশনে লিখেছেন, ‘‘মৃত্যুর খেলা।’’ ভিডিয়োগুলি হাজার হাজার বার দেখা হয়েছে। ভিডিয়োগুলি দেখে নেটাগরিকেরা তাঁদের প্রতিক্রিয়া জানিয়েছেন। দু’টি স্টান্টই অত্যন্ত বিপজ্জনক। যে কোনও সময় ট্রেন চলে আসতে পারত। তাই ভবিষ্যতে এমন স্টান্ট না করার অনুরোধও করেছেন নেটাগরিকেরা।

Advertisement
আরও পড়ুন