viral video

ঠকিয়ে পালিয়েছেন স্বামী, প্রতিবাদে অন্যের গাড়ির বনেটে উঠে হল্লা! পুলিশি হস্তক্ষেপে ক্ষান্ত হন তরুণী

রবিবার নেহরু পার্ক এলাকায় ওই তরুণী বার বার চলন্ত গাড়ির বনেটে উঠে পড়েন এবং যানবাহন চলাচলে বাধা দিতে শুরু করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে মেরুন রঙের সালওয়ার পরা তরুণী একটি গাড়ির সামনের অংশে উঠে প্রতিবাদ দেখাচ্ছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০২৫ ০৮:৫৯
woman brought traffic to a standstill

ছবি: সংগৃহীত।

‘বিশ্বাসঘাতকতা’ করেছেন স্বামী। সেই রাগে রাস্তায় নেমে যানবাহন স্তব্ধ করে দিলেন এক তরুণী। হট্টগোলের জেরে প্রায় ৪৫ মিনিট অবরুদ্ধ রইল ব্যস্ত রাস্তা। ২০ এপ্রিল, রবিবার কানপুর-প্রয়াগরাজ জাতীয় সড়কে ঘটনাটি ঘটেছে। স্বামীর ঠকানোর প্রতিবাদে এক অপরিচিতের গাড়ির বনেটের উপর চড়ে বসেন তরুণী। ঘটনার একটি ভিডিয়ো ছ়ড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োয় প্রতিবাদের ধরন দেখে তাজ্জব হয়েছেন নেটাগরিকেরাও। যদিও এই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমে বলা হয়েছে রবিবার নেহরু পার্ক এলাকায় পার্কের কাছে ওই তরুণী বার বার চলন্ত গাড়ির বনেটে উঠে পড়েন এবং যানবাহন চলাচলে বাধা দিতে শুরু করেন। ভিডিয়োয় দেখা গিয়েছে, মেরুন রঙের সালওয়ার পরা তরুণী একটি গাড়ির সামনের অংশে উঠে প্রতিবাদ করছেন। তরুণীর চেহারা বিধ্বস্ত। তাঁর মাথায় ও হাতে আঘাতের চিহ্ন নজরে এসেছে ভিডিয়োয়। সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, তরুণীর স্বামী দাম্পত্য সম্পর্কে ঠকিয়েছেন বলে পথে নেমে প্রতিবাদ করছিলেন ওই তরুণী। জাতীয় সড়কে অচলাবস্থার কথা জানতে পেরে স্থানীয় ধুমানগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছোয়। ঘটনাস্থলে পৌঁছে তাঁরা তরুণীকে আশ্বাস দেন। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়। তরুণীর স্বামীর খোঁজ চালাচ্ছে পুলিশ। ভিডিয়োটি ‘প্রিয়ারাজপুতলাইভ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি কয়েক হাজার বার দেখা হয়েছে।

Advertisement
আরও পড়ুন