Bizarre Name

একই সঙ্গে জন্ম তিন ভাইয়ের, বাবা-মা নাম রেখেছেন এ, বি, সি! ‘ট্রিপলেট’ ভাইদের নামকরণের নেপথ্যে লুকিয়ে কোন রহস্য?

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টরন্টোর বাসিন্দা ওই তিন ভাইয়ের নাম, অ্যান্ড্রু এ মেলফ, কোয়েন্টিন বি মেলফ এবং জোয়েল সি মেলফ। ওই তিন তরুণ ‘ট্রিপলেট’। অর্থাৎ, তিন ভাইয়ের জন্ম একই সঙ্গে হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ০৯:৩০
Canada couple named their triplet son A, B and C, what is the reason behind it

তিন ভাই এ, বি এবং সি। ছবি: সংগৃহীত।

বাবা-মায়েরা সব সময় তাঁদের সন্তানদের জন্য সেরা নাম বেছে নিতে চান। বড় হয়ে সন্তানদের নামের জন্য যেন অপদস্থ না হতে হয়, সে দিকেও নজর রাখেন অনেকে। কিন্তু সে দিক থেকে অন্য রকম নজির গড়েছেন কানাডার এক দম্পতি। একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তানের নামের সঙ্গে যথাক্রমে ইংরেজি বর্ণমালার এ, বি এবং সি জুড়ে দিয়েছেন তাঁরা।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, টরন্টোর বাসিন্দা ওই তিন ভাইয়ের নাম, অ্যান্ড্রু এ মেলফ, কোয়েন্টিন বি মেলফ এবং জোয়েল সি মেলফ। ওই তিন তরুণ ‘ট্রিপলেট’। অর্থাৎ, তিন ভাইয়ের জন্ম একই সঙ্গে হয়েছিল। কিন্তু কেন তাঁদের নামের মাঝে এ ভাবে এ, বি এবং সি বসিয়েছিলেন তাঁদের বাবা-মা?

এ, বি, সি-র বাবা-মা রিক মেলফ এবং সুজ়ান লিয়ন্স জানিয়েছেন, তাঁদের তিন সন্তানের জন্ম হয়েছিল মাত্র ৪৫ সেকেন্ডের ব্যবধানে। ট্রিপলেট হওয়ায় কে আগে জন্মেছে এবং কে পরে জন্মেছে তা মনে রাখার জন্য হাসপাতালের এক নার্স সন্তানদের নামের সঙ্গে ওই তিন বর্ণ জুড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মনে ধরে রিক এবং সুজ়ানের।

বিষয়টি প্রসঙ্গে দম্পতির মেজো ছেলে কোয়েন্টিন জানিয়েছেন, জন্মের পর থেকেই তাঁদের এ, বি, সি নামে ডাকছেন বাবা-মা। কোয়েন্টিনের কথায়, ‘‘আমাদের বাবা-মা একসঙ্গে তিন সন্তান হওয়া নিয়ে চাপে ছিলেন। তাই তাঁরা নার্সের পরামর্শে ওই রকম নামকরণের সিদ্ধান্ত নেন।” ছোটবেলায় তাঁদের চেনার জন্য বাবা-মা তিন জনের পায়ের নখে আলাদা আলাদা রং লাগিয়ে দিতেন বলেও জানিয়েছেন তিনি।

কোয়ান্টিন আরও জানিয়েছেন, নামের সঙ্গে আশ্চর্যজনক ভাবে এ, বি এবং সি জুড়ে থাকায় তাঁদের অনেক অদ্ভুত অভিজ্ঞতা এবং কটাক্ষের শিকার হতে হয়েছে। তবে বড় হয়ে বিষয়টি উপভোগই করেন তাঁরা। তবে কোয়ান্টিন জানিয়েছেন, মাঝেমধ্যে বাইরে ঘুরতে যাওয়ার সময় নামের জন্য অভিবাসন অফিসারদের একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় তাঁদের।

Advertisement
আরও পড়ুন