Lottery News

একই নম্বরের লটারির টিকিট কাটলেন ১৬২ বার! শেষমেশ সহায় ভাগ্য, ৩৫.৫ লক্ষ খরচ করে জিতলেন প্রায় দশ কোটি টাকা

৩০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩৫ লক্ষ টাকা) খরচ করে ১৬২টি লটারির টিকিট কিনে ৮ লক্ষ ১১ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৯.৬ কোটি টাকা) জিতলেন এক যুবক। ঘটনাটি ঘটেছে আমেরিকায়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৬:১৭
Man wins 9.6 Crore Jackpot after buying lottery with same set of numbers

—প্রতীকী ছবি।

লটারিতে ভাগ্যপরীক্ষা করার জন্য কিছু মানুষ অভাবনীয় পদক্ষেপ করেন। আমেরিকায় সম্প্রতি সে রকমই এক যুবক ৩০ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ৩৫ লক্ষ টাকা) খরচ করে ১৬২টি লটারির টিকিট কিনে জিতলেন ৮ লক্ষ ১১ হাজার পাউন্ড (ভারতীয় মুদ্রায় ৯.৬ কোটি টাকা)। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই যুবক যে টিকিটগুলি কিনেছিলেন সেগুলি একই নম্বরের ছিল। ওই নম্বর তাঁর ‘লাকি’ নম্বর বলেও দাবি করেছেন যুবক।

Advertisement

‘সাউথ ক্যারোলিনা এডুকেশন লটারি’র কর্তাদের সঙ্গে কথা বলার সময় বিজয়ী যুবক ব্যাখ্যা করেছেন, ১৭৩১— এই নম্বরে তাঁর অগাধ বিশ্বাস। তাই তিনি বার বার ওই চারটি নম্বর থাকা লটারির টিকিট কিনতেন এবং শেষমেশ তাঁর ভাগ্য সহায় হয়েছে। প্রায় ১০ কোটি টাকার লটারি জিতেছেন তিনি।

বিষয়টি প্রকাশ্যে আসার পর হইচই পড়ে গিয়েছে সমাজমাধ্যমে। উল্লেখ্য, কয়েক দিন আগেই গৃহস্থালির কিছু জিনিসপত্র কিনতে বাড়ি থেকে বেরিয়ে লটারি কেটে কোটিপতি হয়েছিলেন চিনের এক তরুণী। ইউক্সি শহরের বাসিন্দা ওই তরুণী গত ৮ অগস্ট বাড়ির জিনিসপত্র কিনতে বাজারে বেরিয়েছিলেন। কিন্তু তিনি রাস্তায় নামতেই ঝমঝম করে বৃষ্টি নামে। বৃষ্টির হাত থেকে বাঁচতে একটি দোকানে ঢোকেন ওই তরুণী। দোকানটি ছিল লটারির। অনেক ক্ষণ ধরে বৃষ্টি না থামার কারণে ওই তরুণী দোকান থেকে লটারি কেনার সিদ্ধান্ত নেন। আর সেই লটারি কেটেই কোটি টাকা জিতেছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন