Viral Video

বাঁদর তাড়াতে লোহার রডের বাড়ি বৈদ্যুতিক তারে, ১১ হাজার ভোল্টের ঝটকা খেলেন তরুণ! ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে দৌরাত্ম্য করছে বাঁদরের দল। তাদের তাড়াতে একটি লোহার রড নিয়ে ছাদে ওঠেন বাড়ির তরুণ এক সদস্য। একটি বাঁদরকে তাড়া করে ছাদের রেলিংয়ের ধারে চলে যান তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২৫ ১৪:৫১
Video shows man got a shock of 11000 volts during chasing monkey

ছবি: এক্স থেকে নেওয়া।

বাঁদর তাড়াতে লোহার রড নিয়ে বাড়ির ছাদে উঠেছিলেন তরুণ। সেই রড বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসতেই ১১ হাজার ভোল্টের ঝটকা খেলেন তিনি! ছিটকে পড়লেন ছাদের এক পাশে। তার পর? চাঞ্চল্যকর সে রকমই একটি ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির ছাদে দৌরাত্ম্য করছে বাঁদরের দল। তাদের তাড়াতে একটি লোহার রড নিয়ে ছাদে ওঠেন বাড়ির তরুণ এক সদস্য। একটি বাঁদরকে তাড়া করে ছাদের রেলিংয়ের ধারে চলে যান তিনি। লোহার রড দিয়ে বাঁদরকে ভয় দেখানোর সময় ভুলবশত সেই রড একটি হাইটেনশন বিদ্যুতের তারে লেগে যায়। বিদ্যুতের ঝটকা খেয়ে ছিটকে মাটিতে পড়েন তরুণ। জ্ঞান হারিয়ে কিছু ক্ষণ সেখানেই পড়ে থাকেন। জ্ঞান এলে পরিবারের সদস্যদের ডাক দেন তিনি। পরিবারের সদস্যেরা এসে তাঁকে ছাদ থেকে তুলে নিয়ে যান। দাবি, লোহার রড তারে লাগার কারণে ১১ হাজার ভোল্টের ঝটকা খেয়েছিলেন তরুণ। তার পরেও বেঁচে গিয়েছেন ‘অলৌকিক’ ভাবে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচইও ফেলেছে ভিডিয়োটি।

ভাইররাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘গণেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। পাঁচ লক্ষের বেশি বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। ভিডিয়োটি দেখে এক নেটাগরিক লিখেছেন, ‘‘রাখে হরি মারে কে।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘এটা অলৌকিক ঘটনা ছাড়া আর কী! ১১০০০ ভোল্টের ঝটকা খেয়ে বেঁচে যাওয়া সহজ নয়।’’

Advertisement
আরও পড়ুন