Viral Video

জেলে বসেই কুম্ভস্নান! কয়েদিদের পাপ ‘ধোয়ার’ ব্যবস্থা করলেন জেলার, প্রকাশ্যে ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জেলের অন্দরে একটি জলাধারের সামনে সার দিয়ে বসে রয়েছেন অনেক জন কয়েদি। এমন সময় এক পুলিশ আধিকারিক একটি ফুল জড়ানো মাটির হাঁড়ি ভর্তি কুম্ভের জল এনে ওই জলাধারে মিশিয়ে দেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ০৮:৫৩
Unnao Jailer provides Maha Kumbh Holy water at jail, Prisoners take bath, video goes viral

ছবি: সংগৃহীত।

মহাকুম্ভে পূণ্যস্নানের ইচ্ছা ছিল! ইচ্ছা ছিল এক বার কুম্ভের জল গায়ে ঠেকিয়ে সব পাপ ‘ধুয়ে ফেলার’। কিন্তু উপায় ছিল না। কারণ, তাঁরা জেলবন্দি। কেউ চুরি, কেউ ডাকাতি, কেউ আবার খুনের দায়ে জেলের সাজা খাটছেন। তবে তাঁদের ইচ্ছা শেষমেশ পূরণ হল। পূরণ করলেন জেল কর্তৃপক্ষ। মহাকুম্ভ থেকে জল আনিয়ে সেই জল একটি জলাধারের জলে ঢেলে আসামিদের পুণ্যস্নান করার ব্যবস্থা করলেন তাঁরা। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের উন্নাওয়ের একটি জেলে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জেলের অন্দরে একটি জলাধারের সামনে সার দিয়ে বসে রয়েছেন অনেক কয়েদি। এমন সময় এক পুলিশ আধিকারিক একটি ফুল জড়ানো মাটির হাঁড়ি ভর্তি কুম্ভের জল এনে ওই জলাধারে মিশিয়ে দেন। হাঁক দিয়ে ডাকা হয় বন্দিদের। সঙ্গে সঙ্গে জলাধারের সামনে উপস্থিত হন তাঁরা। মগ হাতে জলাধার থেকে জল নিয়ে নিজেদের গায়ে ঢালতে থাকেন সমস্ত পাপ ‘ধুয়ে ফেলার’ জন্য। ‘গঙ্গা মাইকি জয়’ রবও ওঠে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘দেবাশিস সরকার’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। ভিডিয়ো দেখে বিভিন্ন মন্তব্য করেছেন নেটাগরিকেরা। বন্দিদের ইচ্ছাপূরণের জন্য কারাগার কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘জেল কর্তৃপক্ষকে ধন্যবাদ। জয় মা গঙ্গা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘দেশের সবচেয়ে সুন্দর ছবি দেখলাম। এটাই আসল গণতন্ত্র।’’ তবে বিষয়টি নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি কেউ কেউ। এক জন লিখেছেন, ‘‘এ ভাবে পাপ ধোয়া গেলে তো ভালই হত।’’

Advertisement
আরও পড়ুন