viral video

বাঁশিতে ‘নাগিন’ সুর শুনে নাচতে শুরু করল সাপ! ভিডিয়োয় ধরা পড়ল অদ্ভুত দৃশ্য, ব্যাখ্যা দিল সমাজমাধ্যম

সুরটি বেজে ওঠার সঙ্গে সঙ্গে সাপের আচরণ বদলে যায়। এঁকেবেঁকে চলার পরিবর্তে, সে তার শরীর দোলাতে শুরু করে। কখনও শরীর বাঁকিয়ে কুণ্ডলী পাকিয়ে ফেলে। আবার কখনও মাটিতে গড়াগড়ি দিতে থাকে। ভিডিয়োটি দেখে সাপের এই আচরণের ব্যাখ্যা খুঁজতে শুরু করেন অনেক নেটাগরিক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ১৫:৫৬
snake dance on nagin tune

ছবি: সংগৃহীত।

বলিউডের প্রচুর ছবিতে দেখানো হয়, বাঁশির সুর শুনে তালে তালে দুলছে বিষধর সাপ। হিন্দি ছবির সেই দৃশ্যের দেখা মিলল সমাজমাধ্যমের একটি ভিডিয়োয়। বিহারের এক বাসিন্দা ইনস্টাগ্রামে এমন একটি ভিডিয়ো পোস্ট করেছেন, যা দেখে সমাজমাধ্যমের দর্শকেরা হতবাক হয়েছেন। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, মোবাইলে সাপের বাঁশির সুর বাজাতেই অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলে একটি সাপ। সেই ভিডিয়োই ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সাপকে ঘুরতে দেখে এক তরুণ তাঁর মোবাইলে ‘নাগিন সুর’ বাজাতে শুরু করেন। কিন্তু এর পর সাপটি যা করল, তা দেখে তাজ্জব হয়ে গিয়েছেন নেটাগরিকদের একাংশ। সুরটি বেজে ওঠার সঙ্গে সঙ্গে সাপের আচরণ বদলে যায়। এঁকেবেঁকে চলার পরিবর্তে, সে তার শরীর দোলাতে শুরু করে। কখনও শরীর বাঁকিয়ে কুণ্ডলী পাকিয়ে ফেলে। আবার কখনও মাটিতে গড়াগড়ি দিতে থাকে। ভিডিয়োটি দেখে সাপের এই আচরণের ব্যাখ্যা খুঁজতে শুরু করেন অনেক নেটাগরিকই।

এই ভিডিয়োটি একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে পোস্ট করা হয়েছিল। সেই ভিডিয়োটি এখনও পর্যন্ত আড়াই কোটিরও বেশি বার দেখা হয়েছে। ৯ লক্ষেরও বেশি লাইক পেয়েছে ভিডিয়োটি। ১০ হাজারেরও বেশি নেটমাধ্যম ব্যবহারকারী মন্তব্য করেছেন এতে। এক জন সমাজমাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘‘এই ভাবে অবোলা প্রাণীদের হয়রানি করা ঠিক নয়।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘গরম মাটির সংস্পর্শে এসে সাপটি এই আচরণ করেছে। বাঁশির সুরের সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।’’ তৃতীয় জন লিখেছেন, ‘‘সাপটি কি সত্যিই নাচছে, নাকি এটি কোনও কাকতালীয় ঘটনা?’’

Advertisement
আরও পড়ুন