Viral Video

পিছু পিছু গিয়ে ভালুককে সজোরে লাথি! দাঁত-মুখ খিঁচিয়ে যুবকের দিকে তেড়ে গেল হিংস্র প্রাণীটি, তার পর...

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে একটি ভালুকের পিছু নিয়েছেন এক যুবক। কিছু ক্ষণ পরেই ভালুকটির পিছনে লাথি মারেন তিনি। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়ায় ভালুকটি। কয়েক মুহূর্ত শান্ত হয়ে দেখে ওই যুবককে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ মে ২০২৫ ০৯:৫৬
Video of bear chases young man in jungle goes viral

ছবি: সংগৃহীত।

জঙ্গলের মধ্যে হেঁটে যাচ্ছিল একটি ভালুক। পিছু নিয়েছিলেন এক যুবক। ভালুকটি নাগালের মধ্যে আসতেই প্রাণীটিকে উত্ত্যক্ত করার জন্য পিছনে লাথি মারেন তিনি। আর তার পরেই বিপত্তি। যুবকের দিকে তেড়ে গেল হিংস্র ভালুকটি। তার পর? সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে একটি ভালুকের পিছু নিয়েছেন এক যুবক। কিছু ক্ষণ পরেই ভালুকটির পিছনে লাথি মারলেন তিনি। সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়াল ভালুকটি। কয়েক মুহূর্ত শান্ত হয়ে দেখল ওই যুবককে। এর পরেই সে দাঁত-মুখ খিঁচিয়ে যুবকের দিকে তেড়ে গেল। ‘বাবা গো-মা গো’ বলে যুবকও প্রাণপণে দৌড়তে শুরু করলেন। এক দৌড়ে ভালুকের নাগাল থেকে বেরিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ক্রেজ়ি ভিডিয়োস’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই যুবকের কাণ্ডে বিরক্তিও প্রকাশ করেছেন অনেকে। বন্যপ্রাণীটিকে লাথি মেরে উত্ত্যক্ত করার জন্যও যুবকের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকে।

Advertisement
আরও পড়ুন