Viral Video

শিল্পার পানশালায় গিয়ে বিল নিয়ে ঝামেলা ‘বিগ বস্’-এর প্রাক্তন প্রতিযোগীর, ভিডিয়ো ভাইরাল হতেই তদন্ত শুরু পুলিশের

পরিষেবা এবং বিল সংক্রান্ত বিষয় নিয়ে কর্মীদরে সঙ্গে তর্ক শুরু হয় সত্যের। মুহূর্তের মধ্যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। জানা গিয়েছে, সত্য নাকি মদ্যপ ছিলেন এবং কর্মীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ১৬:১৩

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

বন্ধুবান্ধবকে সঙ্গে নিয়ে পানশালায় খাওয়াদাওয়া সারতে গিয়েছিলেন ‘বিগ বস্’-এর প্রাক্তন প্রতিযোগী এবং ব্যবসায়ী সত্য নাইডু। বিল মেটানোর সময় পানশালার কর্মীদের সঙ্গে বচসা শুরু হয় তাঁর। অভিযোগ, অতিরিক্ত মাত্রায় মদ্যপান করেছিলেন সত্য। কর্মীদের সঙ্গে নাকি হাতাহাতিও করেন তিনি। ঘটনাচক্রে, সেই পানশালার সহ-মালিকানা রয়েছে বলি অভিনেত্রী শিল্পা শেট্টির কাছে। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় পানশালার ভিডিয়ো ছড়িয়ে পড়তে তা নজর কাড়ে পুলিশের (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ভিডিয়োটির ভিত্তিতে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

‘কর্নাটক পোর্টফোলিয়ো’ নামের অ্যাকাউন্ট থেকে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়‌েছে যে, পানশালার মধ্যে ভিড় জমে রয়েছে। বচসা চলাকালীন দৃশ্য ধরা পড়েছে সেখানকার সিসিটিভি ক্যামেরায়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, এই ঘটনাটি বৃহস্পতিবার রাতে বেঙ্গালুরুর সেন্ট মার্কস রোড ও ল্যাংফোর্ড রোডে অবস্থিত জনপ্রিয় পানশালা ‘বাস্তিয়ান’-এ ঘটেছে। বলি অভিনেত্রী শিল্পা শেট্টি এবং রেস্তোরাঁ ব্যবসায়ী রঞ্জিত বিন্দ্রার কাছে যৌথ ভাবে এই পানশালাটির মালিকানা রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, বৃহস্পতিবার রাতে বন্ধুদের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সত্য।

পরে পরিষেবা এবং বিল সংক্রান্ত বিষয় নিয়ে কর্মীদরে সঙ্গে তর্ক শুরু হয় তাঁর। মুহূর্তের মধ্যে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। জানা গিয়েছে, সত্য নাকি মদ্যপ ছিলেন এবং কর্মীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ করছিলেন। ভিডিয়োর ভিত্তিতে তদন্ত শুরু করেছে কাবন পার্ক থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পানশালায় গিয়ে তারা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। কর্মী এবং কর্তৃপক্ষের প্রাথমিক বয়ানও রেকর্ড করা হয়েছে। ঘটনার সত্যতা যাচাইয়ের পর পরবর্তী পদক্ষেপ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

অন্য দিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সত্য। তাঁর দাবি, তিনি বন্ধুদের সঙ্গে সেখানে শুধুমাত্র নৈশভোজ সারতে গিয়েছিলেন। সেখানেই বিল মেটানো নিয়ে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে, সেই পরিস্থিতিতে কোনও রকম শারীরিক হিংসা হয়নি বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে, বিষয়টি অযথা বাড়িয়ে দেখানো হচ্ছে। এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও মন্তব্য করেননি শিল্পা। ২০১৯ সালে রঞ্জিত বিন্দ্রার সঙ্গে হাত মিলিয়ে বেঙ্গালুরুতে ‘বাস্তিয়ান’ রেস্তোরাঁটি চালু করেছিলেন তিনি। পুলিশি তদন্তে সমস্ত তথ্য খতিয়ে দেখার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।

Advertisement
আরও পড়ুন