Viral Video

রসগোল্লা খাওয়া নিয়ে রণক্ষেত্র বিয়েবাড়ি, চলল কিল-চড়, হল চুলোচুলিও! ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অতিথিদের রসগোল্লা দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। এর পর সেই নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন অতিথিরা। একে অপরের চড়, লাথি, ঘুষি মারতে থাকেন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬
Video of brawl in Wedding over Rasgulla in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

রসগোল্লা নিয়ে ঝামেলা। মুহূর্তে বিয়েবাড়ি পরিণত হল রণক্ষেত্রে। একে অপরকে কিল-চড়-ঘুষি মারলেন অতিথিরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ফিরোজ়াবাদ শহরের শিকোহাবাদের একটি বিয়েবাড়িতে। যদিও ভাইরাল ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অতিথিদের রসগোল্লা দেওয়া নিয়ে ঝামেলার সূত্রপাত। এর পর সেই নিয়ে মারামারিতে জড়িয়ে পড়েন অতিথিরা। একে অপরের চড়, লাথি, ঘুষি মারতে থাকেন। বিয়েবাড়ির অনুষ্ঠান অচিরে পরিণত হয় রণক্ষেত্রে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিয়োটি নজরে এসেছে পুলিশেরও। ফিরোজ়াবাদ পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

ভাইরাল ভিডিয়োটি এক্স হ্যান্ডলে পোস্ট করা হয়েছিল ‘জ্ঞানেন্দ্র শুক্ল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ওই ভিডিয়ো দেখেছেন। হইচই পড়েছে ভিডিয়োটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের অনেকে ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্যও করেছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এ কেমন বিয়েবাড়িরে বাবা। রসগোল্লার জন্য এ ভাবে কেউ মারপিট করে?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘এমন সুস্বাদু মিষ্টি যে, রসগোল্লার জন্য মারপিট করাই যায়।’’

Advertisement
আরও পড়ুন