Viral Video

খিদের জ্বালায় ছটফট করছে মাছের ঝাঁক, নিজের খাবার তুলে দিল হাঁস! মন ভাল করা ভিডিয়ো ভাইরাল

একটি হাঁস তার মুখে খাবার তুলে নিচ্ছে। কিন্তু সেই খাবার আর গিলছে না। মুখে তুলে জলাশয়ের দিকে ঠোঁট বাড়িয়ে দিচ্ছে সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২৬ ০৭:৫৪

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সকাল সকাল বাক্সভর্তি খাবার দেওয়া হয়েছিল একটি ছোট্ট হাঁসকে। কিন্তু নিজের খাবারে নিজেই ভাগ বসাল না সে। বরং ক্ষুধার্ত মাছেদের দেখে নিজের খাবার বিলিয়ে দিল ছোট্ট হাঁসটি। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

Advertisement

‘ল্যাডবাইবেল’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, একটি হাঁস তার মুখে খাবার তুলে নিচ্ছে। কিন্তু সেই খাবার আর গিলছে না। মুখে তুলে জলাশয়ের দিকে ঠোঁট বাড়িয়ে দিচ্ছে সে। জলাশয়ের ধারে হাঁ করে ভেসে রয়েছে মাছেরা।

খাবারের আশায় ছোট্ট হাঁসের সামনে ভিড় করে সাঁতার কাটছিল একঝাঁক মাছ। মাছেদের ক্ষুধা নিবারণ করতে নিজের খাবার দান করে দিল হাঁসটি। মাছগুলিও গোগ্রাসে সেই খাবার গিলতে লাগল। এক প্রত্যক্ষদর্শী এই দৃশ্যটি ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারলেন না। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটপাড়ার অধিকাংশ। এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘ছোট্ট হাঁসটিরও বড় মনের পরিচয় পাওয়া গেল। খুব সুন্দর ভিডিয়ো।’’ আবার এক জন লিখেছেন, ‘‘মাছগুলির মনে হয় খুব খিদে পেয়েছে। খাবারের আশায় লাফিয়ে লাফিয়ে উঠছে।’’

Advertisement
আরও পড়ুন