Viral Video

বাঁদরের সঙ্গে বন্ধুত্বের মাসুল, টান মেরে মহিলার পরচুল খুলে দিল কপি! ভাইরাল মজার ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সেতুর প্রাচীরের উপর চুপ করে বসে রয়েছে একটি বাঁদর। এমন সময় দু’জন মহিলা সেই সেতুতে পৌঁছোন। এর মধ্যে এক প্রৌ়ঢ়া বাঁদরটিকে ইশারা করে তার সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১২:২৯
Video of monkey took off woman’s wig goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

ছোট সেতুর প্রাচীরে নিজের মনে চুপ করে বসেছিল এক বাঁদর। হঠাৎ সেখানে উপস্থিত হলেন দুই মহিলা। বাঁদরটির সঙ্গে সখ্য গড়ার চেষ্টাও করলেন তাঁরা। কিন্তু ফল হল উল্টো। টান মেরে এক মহিলার পরচুল খুলে ফেলে দিল বাঁদরটি। এমনই এক মজার ঘটনার ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। তবে ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি সেতুর প্রাচীরের উপর চুপ করে বসে রয়েছে একটি বাঁদর। এমন সময় দু’জন মহিলা সেই সেতুতে পৌঁছোন। এর মধ্যে এক প্রৌ়ঢ়া বাঁদরটিকে ইশারা করে তার সঙ্গে বন্ধুত্ব পাতানোর চেষ্টা করেন। তাই দেখে এক লাফে এগিয়ে আসে বাঁদরটি। প্রৌ়ঢ়ার চুলের মুঠি ধরার চেষ্টা করে সে। তখনই প্রৌ়ঢ়ার পরচুল বাঁদরের হাতে চলে আসে। মজার বিষয় হল, বাঁদরটি সেই পরচুল আবার ফিরিয়েও দেয়। বাঁদরের বাঁদরামি দেখে হাসতে থাকেন ওই প্রৌঢ়া এবং তাঁর সঙ্গে থাকা মহিলা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘বি. স্কট’ নামে একটি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে মজার মজার মন্তব্য করেছেন নেটাগরিকেরা। হাসির রোল উঠেছে সমাজমাধ্যমে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘বাঁদরও তা হলে মজা করতে জানে। একটা বাঁদর এক বার আমার ক্যামেরাই চুরি করে নিয়েছিল।’’

Advertisement
আরও পড়ুন