Viral Video

সন্তানকে বাঁচাতে হিংস্র সরীসৃপের সঙ্গে লড়াই! হাতির লাথি খেয়ে পালাল কুমির, ভাইরাল ভিডিয়ো

সন্তানকে বাঁচাতে কুমিরের উপর দাঁড়িয়ে বার বার লাথি মারতে শুরু করে হাতি। ভয় পেয়ে জলাশয় ছেড়ে ডাঙায় উঠে পড়ে কুমিরটি। তার পর লেজ গুটিয়ে সেখান থেকে পালায় সে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জুন ২০২৫ ০৭:৫৯

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সন্তানকে নিয়ে জলাশয়ে স্নান করতে নেমেছে মা হাতি। জল দেখে আনন্দে আত্মহারা হয়ে যায় হাতির ছানা। জলে মুখ ডুবিয়ে বসে পড়ে সে। কিছু ক্ষণ পরে শুয়েও পড়ে হস্তীশাবকটি। কিন্তু জলের তলায় ঘাপটি মেরে ছিল হিংস্র সরীসৃপ। নাগাল পেতেই হস্তীশাবকের উপর ঝাঁপিয়ে পড়ল কুমির। সঙ্গে সঙ্গে শিকারির সঙ্গে লড়াই শুরু করে দিল মা হাতি।

Advertisement

সন্তানকে বাঁচাতে কুমিরের উপর দাঁড়িয়ে পড়ে বার বার লাথি মারতে শুরু করল সে। ভয় পেয়ে জলাশয় ছেড়ে ডাঙায় উঠে পড়ল কুমিরটি। তার পর লেজ গুটিয়ে সেখান থেকে পালাল সে। সমাজমাধ্যমে এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)

‘দ্য_ওয়াইল্ড_সেভিয়র’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, সন্তানকে নিয়ে জলাশয়ে স্নান করতে যাচ্ছিল মা হাতি। জল দেখে তাড়াতাড়ি নেমে পড়ল হাতির ছানা। কখনও বসে, কখনও শুয়ে পড়ে জলকেলি করতে লাগল সে। তার পাশে দাঁড়িয়েছিল মা হাতি।

শুঁড় দিয়ে জল তুলে নিজেকে স্নান করাচ্ছিল সে। হঠাৎ জলাশয়ের মাঝখানে তেড়ে গেল সে। হস্তীশাবককে শিকার করবে বলে জলের তলায় ঘাপটি মেরে ছিল একটি কুমির। বিপদ দেখেই তার দিকে তেড়ে গেল মা হাতি। বার বার লাথি মারতে শুরু করল কুমিরের পিঠে।

মার খেয়ে জলাশয় থেকে তাড়াতাড়ি ডাঙায় উঠে পড়ল কুমিরটি। তার পর হাতির ভয়ে সেখান থেকে লেজ গুটিয়ে পালাল সে। এই ঘটনাটি সাউথ আফ্রিকার ক্রুগের জাতীয় উদ্যানে ঘটেছে। ভিডিয়োটি দেখে এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘সন্তানের জন্য কুমিরের উপর ঝাঁপিয়ে পড়েছিল হাতিটি।’’

Advertisement
আরও পড়ুন