Viral Video

বাছুরের গলা-শরীর জড়িয়ে বিশাল সাপ! আতঙ্কে চিৎকার মালিকের, তার পর... ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনে একটি বাছুর বাঁধা রয়েছে। আর সেই বাছুরটির গলা এবং শরীর পেঁচিয়ে রেখেছে ভয়ঙ্কর একটি সাপ। বিশাল সাপটিকে শরীরে ঝাঁকিয়ে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয় বাছুরটি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ মার্চ ২০২৫ ১১:৪৭
Video of snake and calf goes viral in internet

ছবি: ইনস্টাগ্রাম।

সাপকে ভয় পান না, এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! আবার সে সাপ যদি হয় ভয়ঙ্কর গোখরো বা চন্দ্রবোড়া, তা হলে তো আর কথাই নেই। সে রকমই একটি ভয়ঙ্কর সাপের ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে একটি বাছুরের গলা এবং শরীর পেঁচিয়ে রেখেছে সাপটি। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো (যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। ঘটনাটি কোথায় এবং কবে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি বাড়ির উঠোনে একটি বাছুর বাঁধা রয়েছে। সেই বাছুরটির গলা এবং শরীর পেঁচিয়ে রয়েছে ভয়ঙ্কর একটি সাপ। বিশাল সাপটিকে শরীরে ঝাঁকিয়ে ফেলার চেষ্টা করেও ব্যর্থ হয় বাছুরটি। দৃশ্যটি দেখে ভয়ে চিৎকার শুরু করেন বাড়ির লোকজন। এর পর সেই সাপটি বাছুরটির শরীর থেকে নেমে যায়। তবে তার পরেও থর থর করে কাঁপতে থাকে বাছুরটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘বিবেক চৌধুরী স্নেক সেভার’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে। ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়োটি দেখেছেন। প্রায় পাঁচ কোটি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক পড়েছে চার লক্ষের বেশি। কমেন্টেরও বন্যা বয়ে গিয়েছে। উল্লেখ্য, নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন। বিস্ময়ও প্রকাশ করেছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন, ‘‘হাড় হিম করা দৃশ্য। খুব ভয় পেলাম। বাছুরটি বরাতজোরে বেঁচে গিয়েছে।’’

Advertisement
আরও পড়ুন