Viral Video

উলটপুরাণ, পুলিশের বন্দুক কেড়ে তাঁর দিকেই তাক করলেন যুবক! কেঁদে প্রাণভিক্ষা চাইলেন মহিলা পুলিশ

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ওই যুবকের নাম ওসেন ম্যাকক্লিনটক। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অরেঞ্জ কাউন্টির ফাউন্টেন ভ্যালিতে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় দুই পুলিশ আধিকারিকের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ মে ২০২৫ ১২:১০
Video of suspect youth snatch gun from female police officer, she cries for life

ছবি: এক্স থেকে নেওয়া।

সন্দেহভাজন যুবকের দিকে বন্দুক তাক করেছিলেন মহিলা পুলিশ। বন্দুক কেড়ে পাল্টা তাঁর দিকেই তাক করলেন অভিযুক্ত। ভয়ে কাঁদতে কাঁদতে তাঁর কাছে প্রাণভিক্ষা করতে দেখা গেল ওই পুলিশ আধিকারিককে। পরে অন্য এক পুলিশ আধিকারিকের ছোড়া গুলিতে মৃত্যু হয় যুবকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আমেরিকার ক্যালিফোর্নিয়ায়। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সন্দেহভাজন ওই মৃত যুবকের নাম ওসেন ম্যাকক্লিনটক। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় অরেঞ্জ কাউন্টির ফাউন্টেন ভ্যালিতে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয় দুই পুলিশ আধিকারিকের। তাঁদের মধ্যে এক মহিলা পুলিশ আধিকারিক ম্যাকক্লিনটকের দিকে বন্দুক উঁচিয়ে তাঁকে গাড়িতে বসার কথা বলেন। তখন দৌড়ে এসে মহিলা পুলিশের হাত থেকে বন্দুক কেড়ে নেন যুবক। পাল্টা বন্দুক তাক করেন পুলিশের দিকে। তখন ওই মহিলা পুলিশ তাঁর কাছে প্রাণভিক্ষা চান। কাঁদতে কাঁদতে গুলি না করার অনুরোধ জানাতে থাকেন। অন্য দিকে, ম্যাকক্লিনটক পুলিশের দিকে বন্দুক তাক করে বিড়বিড় করতে থাকেন। সহকর্মীকে বাঁচাতে সেই সময় অন্য এক পুলিশ আধিকারিক ম্যাকক্লিনটককে লক্ষ্য করে গুলি চালান। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। পুরো ঘটনাটি পুলিশের ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

অরেঞ্জ কাউন্টি জেলা অ্যাটর্নি অফিস এবং ফাউন্টেন ভ্যালি পুলিশ বিভাগ জানিয়েছেন, ম্যাকক্লিনটক ঘটনাস্থলেই মারা গিয়েছেন। পুরো বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ আধিকারিকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুরো ঘটনায় পুলিশের কোনও আধিকারিক আহত হননি বলেও খবর।

অন্য দিকে, ম্যাকক্লিনটকের পরিবার জানিয়েছে যে, কয়েক মাস আগেই দুই প্রিয়জনকে হারিয়েছিলেন তিনি। হিমোফিলিয়া এবং পেশি রক্তপাত-সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যাতেও ভুগছিলেন তিনি।

Advertisement
আরও পড়ুন