Viral Video

বিয়ের মাঝে বিপত্তি, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ! ‘পাতালপ্রবেশ’ আত্মীয়দের, কী ঘটল পাত্র-পাত্রীর সঙ্গে?

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, পলেস্তারা খসে যাওয়া একটি বাড়ির ছাদে বিয়ের আসর বসেছে। মণ্ডপে বসে রয়েছেন পাত্র-পাত্রী। আচার-অনুষ্ঠান সারছেন পুরোহিত। আর মণ্ডপের চারদিকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আত্মীয়েরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৪:৪৭
Video showing chaos during marriage as some relative fall in the hole

ছবি: এক্স থেকে নেওয়া।

অনেক বিয়ের অনুষ্ঠানে অদ্ভুত সব ঘটনা ঘটে। নববর-বধূ বা আত্মীয়স্বজনদের অনেক অপ্রত্যাশিত ঘটনার সম্মুখীন হতে হয়। সে রকমই একটি বিয়েবাড়ির ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে হইচই ফেলে দিয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, বিয়ে চলাকালীন ছাদ ভেঙে নীচে পড়ে গিয়েছেন আত্মীয়স্বজনেরা। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। যদিও ভাইরাল সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, পলেস্তারা খসে যাওয়া একটি বাড়ির ছাদে বিয়ের আসর বসেছে। মণ্ডপে বসে রয়েছেন পাত্র-পাত্রী। আচার-অনুষ্ঠান সারছেন পুরোহিত। আর মণ্ডপের চারদিকে ভিড় করে দাঁড়িয়ে রয়েছে আত্মীয়েরা। এমন সময়ই বিপত্তি ঘটে। মণ্ডপের বাঁ দিকের ছাদ ধসে পড়ে। সেই গর্তের মধ্যে দিয়ে নীচে পড়ে যান কয়েক জন আত্মীয়স্বজন। তবে কারও বিশেষ চোট লাগেনি। ধীরে ধীরে ধ্বংসস্তূপ থেকে বেরিয়ে আসতে দেখা যায় তাঁদের। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ৩১ সেকেন্ডের সেই ভিডিয়ো দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে সেটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ওই আত্মীয়দের পাতালপ্রবেশ হল। সৌভাগ্যক্রমে মণ্ডপ মাঝখানে ছিল। না হলে বর, পুরোহিত, কনে সবাই গর্তে পড়ে যেত।’’

Advertisement
আরও পড়ুন