Viral Video

একে অপরকে ‘ঘুষি’, জঙ্গলের মধ্যে মানুষের কায়দায় মারপিট করছে দুই হরিণ! ভাইরাল ভিডিয়োয় তাজ্জব নেটপাড়া

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে সম্মুখসমরে দু’টি হরিণ। তবে অন্য হরিণেরা যেমন একে অপরকে মাথা দিয়ে গুঁতো মেরে লড়াই করে, তেমনটা তারা করছে না। তাদের যুদ্ধের কায়দা অনেকটা মানুষের মতো।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১০:৫৭
Video shows brawl between two deer in jungle

ছবি: এক্স থেকে নেওয়া।

পিছনের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে সামনের পা দিয়ে একে অপরের সঙ্গে যুদ্ধে মেতেছে দু’টি হরিণ। দেখে মনে হচ্ছে, যেন দাঁড়িয়ে দাঁড়িয়েই লড়াইয়ে মেতেছে তারা। তেমনই একটি মজার ভিডিয়ো সম্প্রতি সমাজমাধ্যমে প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে ক্যামেরাবন্দি করা হয়েছে ভিডিয়ো থেকে তা-ও স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলের মধ্যে সম্মুখসমরে দু’টি হরিণ। তবে অন্য হরিণেরা যেমন একে অপরকে মাথা দিয়ে গুঁতো মেরে লড়াই করে, তেমনটা তারা করছে না। তাদের যুদ্ধের কায়দা অনেকটা মানুষের মতো। পিছনের দু’পায়ে ভর করে দাঁড়িয়ে রয়েছে তারা। সামনের দু’পা ঘুষি মারার কায়দায় একে অপরের দিকে ছুড়ছে। সে ভাবেই এগিয়ে-পিছিয়ে লড়াই করছে তারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নেচার ইজ় অ্যামেজিং’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লক্ষাধিক বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়ো দেখে নেটাগরিকদের অনেকেই যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘হরিণ এ ভাবে লড়াই করে! নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘হরিণগুলি নিজেদের মানুষ বলে ভাবতে শুরু করেছে।’’

Advertisement
আরও পড়ুন