Viral Video

কনস্টেবলের জন্মদিন, নর্তকীকে জড়িয়ে মেঝেয় শুয়ে অশ্লীল নাচ পুলিশকর্মীর! ভাইরাল ভিডিয়োয় বিতর্ক, হইচই

মধ্যপ্রদেশের দাতিয়া সিভিল লাইনের ওই এএসআইয়ের নাম সঞ্জীব গৌড়। গত ২ সেপ্টেম্বর ওই থানারই কনস্টেবল রাহুল বৌদ্ধের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল স্থানীয় একটি হোটেলে। পানাহারের ব্যবস্থাও ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৫ ১১:৫৬
Video shows ASI from Madhya Pradesh dances with dancers in Bizarre way, got suspended

ছবি: এক্স থেকে নেওয়া।

পুলিশ কনস্টেবলের জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করা হয়েছিল হোটেলে। চলছিল নাচগান, খানাপিনা। ডাকা হয়েছিল নর্তকীদেরও। মাটিতে শুয়ে সেই নর্তকীর সঙ্গেই নাচতে গিয়ে বিপাকে পড়লেন মধ্যপ্রদেশের এক পুলিশ আধিকারিক। সাময়িক ভাবে সাসপেন্ড (নিলম্বিত) করা হয়েছে এএসআই পদমর্যাদার ওই আধিকারিককে। সাসপেন্ড করা হয়েছে ওই কনস্টেবলকেও। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রদেশের দাতিয়া সিভিল লাইনের ওই এএসআইয়ের নাম সঞ্জীব গৌড়। গত ২ সেপ্টেম্বর ওই থানারই কনস্টেবল রাহুল বৌদ্ধের জন্মদিনের পার্টির আয়োজন করা হয়েছিল স্থানীয় একটি হোটেলে। পানাহারের ব্যবস্থাও ছিল। ডাকা হয়েছিল দু’জন নর্তকীকে। অভিযোগ, পার্টির মধ্যে বলিউড গানের তালে ওই দুই নর্তকীর সঙ্গে অশ্লীল ভাবে নাচতে শুরু করেন সঞ্জীব। এমনকি, নাচতে নাচতে মেঝেয় শুয়েও পড়েন। জড়িয়ে ধরেন এক নর্তকীকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। হইচইও ফেলেছে।

খবর, ভিডিয়োটি ভাইরাল হওয়ার পরেই পরিস্থিতি সামলাতে দ্রুত পদক্ষেপ করে পুলিশ। এএসআই সঞ্জীব এবং কনস্টেবল রাহুলকে সাসপেন্ড করার নির্দেশ দেন দাতিয়ার এসপি সুরজ বর্মা। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের দুজনকেই দায়িত্ব থেকে অপসারণ করা হয়েছে। এসপি জানিয়েছেন, পুলিশের ভাবমূর্তি এবং সুনাম নষ্ট হচ্ছে, এমন কোনও আচরণ সহ্য করা হবে না। যাঁরা ওই ঘটনার সঙ্গে জড়িত, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন এসপি।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে সংবাদমাধ্যমে ‘ফ্রি প্রেস জার্নাল’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। ভিডিয়ো দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে আবার বিরক্তি প্রকাশ করেছেন। এএসআইয়ের নাচকে ‘অশ্লীল’ তকমা দিয়েছেন নেটাগরিকদের একাংশ।

Advertisement
আরও পড়ুন