Viral Video

১৫০০০ ফুট উপর থেকে স্কাইডাইভিং, লাফানোর সময় প্যারাশুট আটকাল বিমানের ডানায়! প্রকাশ্যে ভয় ধরানো ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুইন্সল্যান্ডের মিশন বিচ থেকে বিমানে করে মাঝ-আকাশে গিয়েছিলেন কুইন্সল্যান্ডেরই এক স্কাইডাইভার যুবক। উদ্দেশ্য ছিল, ১৫ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দেওয়া এবং মাঝখানে প্যারাশুট খুলে গোত্তা খেতে খেতে নীচে নামা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৫ ০৭:৪৯
Video shows Australian Skydiver hangs from aircraft as Parachute stuck

বিমানের ডানায় আটকে স্কাইডাইভার। ছবি: এক্স থেকে নেওয়া।

স্কাইডাইভিং করতে ১৫ হাজার ফুট উচ্চতায় উঠেছিলেন। কিন্তু বিমান থেকে লাফানোর সময়ই ঘটে গেল ভয়ানক দুর্ঘটনা। বিমানের দরজা থেকে লাফানোর সময়েই খুলে গেল এক স্কাইডাইভারের প্যারাশুট। দমকা হাওয়ায় সেই প্যারাশুট গিয়ে আটকাল বিমানের ডানায়। ১৫ হাজার ফুট উচ্চতায় বিপজ্জনক ভাবে ঝুলতে থাকলেন ওই স্কাইডাইভার। ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কুইন্সল্যান্ডের মিশন বিচ থেকে বিমানে করে মাঝ-আকাশে গিয়েছিলেন কুইন্সল্যান্ডেরই এক স্কাইডাইভার যুবক। উদ্দেশ্য ছিল, ১৫ হাজার ফুট উচ্চতা থেকে লাফ দেওয়া এবং মাঝখানে প্যারাশুট খুলে গোত্তা খেতে খেতে নীচে নামা। ওই স্কাইডাইভারের সঙ্গে আরও ১৭ জন এক়টি সেসনা ক্যারাভান বিমানে চড়েছিলেন। বিমান মাঝ-আকাশে পৌঁছোনোর পর একে একে সেখান থেকে লাফ দেওয়ার প্রস্তুতি নেন স্কাইডাইভারেরা। কিন্তু ওই স্কাইভাইভারের সঙ্গে বিপত্তি ঘটে। তাঁর প্যারাশুট আগেভাগে খুলে যাওয়ায় প্যারাশুটসমেত বিমানের ডানায় আটকে যান তিনি। বিপজ্জনক ভাবে ঝুলতে থাকেন ১৫ হাজার ফুট উচ্চতা থেকে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, পরে ওই স্কাইডাইভার নিজেই ওই পরিস্থিতি থেকে বেরিয়ে আসেন। সামান্য আঘাত লাগলেও মাটিতে নিরাপদে অবতরণ করেন তিনি। অল্পের জন্য প্রাণরক্ষা পায় তাঁর।

ভয়ঙ্কর ওই ঘটনাটির ভিডিয়ো প্রকাশ্যে এনেছে অস্ট্রেলিয়ার পরিবহণ নিরাপত্তা ব্যুরো এটিএসবি। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার উদ্বেগও প্রকাশ করেছেন। পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু হয়েছে বলেও জানা গিয়েছে।

Advertisement
আরও পড়ুন