Viral Video

গাড়ির সানরুফ খুলে দাঁড়িয়ে কিশোর, লোহার কাঠামোয় ধাক্কা খেল মাথা! লুটিয়ে পড়ল সঙ্গে সঙ্গে, ভাইরাল ভিডিয়ো

ঘটনাটি ঘটেছে বেঙ্গলুরুর বিদ্যারণ্যপুরায়। এসইউভি চড়ে রাস্তায় বেরিয়েছিল একটি পরিবার। গাড়ির ছাদ (সানরুফ) খুলে দাঁড়িয়েছিল সেই পরিবারের কিশোর পুত্র। মাথা ছিল গাড়ির বাইরে। তখনই ঘটল মর্মান্তিক ঘটনা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১২:০৯
Video shows boy hit traffic barricade while standing in the car through sunroof

ছবি: এক্স থেকে নেওয়া।

বিলাসবহুল গাড়ির ছাদ খুলে দাঁড়িয়েছিল কিশোর। মাথা ছিল গাড়ির বাইরে। রাস্তা দিয়ে যাওয়ার সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বসানো লোহার কাঠামোয় ধাক্কা খেল মাথা। সঙ্গে সঙ্গে গাড়িতে লুটিয়ে পড়ল কিশোর। মর্মান্তিক সেই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমালোচনার ঝড় উঠেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে বেঙ্গলুরুর বিদ্যারণ্যপুরায়। এসইউভি চড়ে রাস্তায় বেরিয়েছিল একটি পরিবার। গাড়ির ছাদ (সানরুফ) খুলে দাঁড়িয়েছিল সেই পরিবারের কিশোর পুত্র। মাথা ছিল গাড়ির বাইরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি রাস্তার মোড়ে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য বসানো লোহার কাঠামোর নীচে দিয়ে যাওয়ার সময় অজান্তেই কিশোরের মাথা সেই কাঠামোয় ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে গাড়ির ভিতর পড়ে যায় সে। তবে গাড়িটি না থেমে এগিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই কিশোর কেমন আছে বা তার মাথায় কতটা চোট লেগেছে তা স্পষ্ট নয়।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘থার্ড আই’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহ মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। কিশোরের পরিবারের সদস্যদের ‘দায়িত্বজ্ঞানহীন’ তকমা দিয়েছে নেটপাড়া। কিশোর কেমন আছে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘কিশোরের না হয় এখনও বোধবুদ্ধি হয়নি। কিন্তু পরিবারের সদস্যেরা তো ছিলেন। দায়িত্বজ্ঞানহীনের মতো কী ভাবে কিশোরকে সানরুফ খুলে দাঁড়াতে দিয়েছিলেন?’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘দেখে তো মনে হয় ভালই জোরে ধাক্কা লেগেছে। কে জানে কিশোর কেমন আছে!’’

Advertisement
আরও পড়ুন