Viral Video

ছানাদের বাঁচাতে সিংহীর সঙ্গে ভয়ঙ্কর লড়াই করল চিতাবাঘ! জঙ্গলের রানিকে বোকাও বানাল, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে একটি ঝোপের আড়ালে বসে রয়েছে একটি চিতাবাঘ। তার ঠিক পিছনে লুকিয়ে তার ছানারা। এমন সময় সে দিকে নজর পড়ে এক ক্ষুধার্ত সিংহীর। সাবধান হয়ে যায় চিতাবাঘও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৫
Video shows fight between leopard and lioness goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

সন্তানের উপর বিপদ এলে কোনও মা-ই স্থির থাকতে পারে না। শাবকদের দিকে ভয়ঙ্কর সিংহীকে এগিয়ে আসতে দেখে চুপ থাকল না চিতাবাঘও। মুহূর্তে সিংহীর দিকে তেড়ে গেল সে। চলল ভয়ঙ্কর যুদ্ধ। সিংহীকে শাবকদের থেকে দূরেও সরিয়ে নিয়ে গেল চিতাবাঘটি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জঙ্গলে একটি ঝোপের আড়ালে বসে রয়েছে একটি চিতাবাঘ। তার ঠিক পিছনে লুকিয়ে তার ছানারা। এমন সময় সে দিকে নজর পড়ে এক ক্ষুধার্ত সিংহীর। সাবধান হয়ে যায় চিতাবাঘও। শাবকদের দিকে সিংহী এগিয়ে আসতেই ঝাঁপ মারে সে। ধুন্ধুমার লড়াই শুরু হয় দু’পক্ষের মধ্যে। চিতাবাঘের সঙ্গে পেরে ওঠে না আয়তনে বড় ‌জঙ্গলের রানি। এর পর সিংহীকে বোকা বানাতে মা চিতাবাঘটি অন্য দিকে দৌড় দেয়। সিংহীও তার পিছনে দৌড়োতে শুরু করে। রক্ষা পায় চিতাবাঘের ছানারা। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। তবে লড়াইয়ে শেষ পর্যন্ত কে জিতেছিল, তা ওই ভিডিয়ো থেকে জানা যায়নি।

২০ সেকেন্ডের ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ইটস_জঙ্গল_’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। দু’লক্ষেরও বেশি বার দেখা হয়েছে ভিডিয়োটি। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। বিস্ময় প্রকাশ করেছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘সিংহী কেবল আকারের কারণেই বেশি শক্তিশালী। চিতাবাঘের ক্ষীপ্রতা দেখে অবাক হয়ে গেলাম।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘সত্যিই ভয়ঙ্কর যুদ্ধ। তবে এই লড়াইয়ে চিতাবাঘই আসল রানি।’’

Advertisement
আরও পড়ুন