Viral Video

প্রকাশ্য রাস্তায় গোখরো-বেজির ধুন্ধুমার! লড়াই দেখতে থমকে গেল যানবাহন, জিতল কে? ভাইরাল ভিডিয়োয় হইচই

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় একটি ঝোপের ধারে লড়াই বেধেছে গোখরো এবং বেজির। মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ। সাপটি রাস্তায় থাকলেও ঝোপের আড়াল থেকে লড়াই চালাচ্ছে বেজি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৭:১১
Video shows fight between snake and mongoose in Uttar Pradesh

ছবি: এক্স থেকে নেওয়া।

কথায় আছে সাপে-নেউলে সম্পর্ক। সেই চিরশত্রু দুই প্রাণীর লড়াই আরও এক বার প্রকাশ্যে। রাস্তার ধারে লড়াই করতে দেখা গেল একটি ভয়ঙ্কর গোখরো এবং একটি বেজিকে। কয়েক সপ্তাহ আগে উত্তরপ্রদেশের অরিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। সেই ঘটনার একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে। সম্প্রতি ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যস্ত রাস্তায় একটি ঝোপের ধারে লড়াই বেধেছে গোখরো এবং বেজির। মুখোমুখি হয়েছে দুই প্রতিপক্ষ। সাপটি রাস্তায় থাকলেও ঝোপের আড়াল থেকে লড়াই চালাচ্ছে বেজি। যেন ‘মেঘনাদ’ সে। ধীরে ধীরে গোখরোর উপর আক্রমণ শানাতে থাকে বেজি। হামলা চালিয়েই বার বার ফিরে যেতে থাকে ঝোপের আড়ালে। তবে এর পর সাপটিকে বিশেষ সুযোগ দেয়নি সে। বিদ্যুৎগতিতে সরীসৃপটির মুখ লক্ষ্য করে কামড় বসিয়ে দেয় প্রাণীটি। এর পর টেনে ঝোপে নিয়ে চলে যায়। তাদের লড়াই দেখতে ভিড় জমে যায় রাস্তায়। থমকে যায় যান চলাচল। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘নিউজ়ওয়ান ইন্ডিয়া’ নামের একটি সংবাদমাধ্যমের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। সাপ-বেজির ভয়ঙ্কর সেই যুদ্ধের ভিডিয়ো দেখে আঁতকে উঠেছেন নেটাগরিকেরা। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের একাংশ মজার মজার মন্তব্য করলেও অনেকে বিস্ময়ও প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘মেঘনাদ বেজি। রাবণ-পুত্র যেমন মেঘের আড়াল থেকে লড়াই করেছিল, তেমন বেজি ঝোপের আড়াল থেকে লড়াই করল।’’

Advertisement
আরও পড়ুন