Viral Video

রাস্তা দিয়ে এঁকেবেঁকে চলছে গাড়ি, ছাদে-জানালায় চড়ে হুল্লোড় তরুণী দলের! ভাইরাল ভিডিয়োয় নিন্দার ঝড়

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেডলি কালেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। পোস্টটিতে ফরিদাবাদ এবং হরিয়ানা পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২৬ ১০:৫৬
Video shows group of women does bizarre thing in busy road from car, internet reacts

চলন্ত গাড়িতে হুল্লোড় তরুণীদের। ছবি: এক্স থেকে নেওয়া।

ব্যস্ত রাস্তা দিয়ে প্রচণ্ড গতিতে এঁকেবেঁকে চলছে গাড়ি। কিন্তু গাড়ির চালক ছাড়া অন্য কেউ গাড়িতে বসে নেই। নিজেদের শরীর জানালা দিয়ে গলিয়ে বাইরে বার করে হুল্লোড় করছেন বাকিরা। একদল তরুণীর এ হেন কাণ্ডেরই একটি ভিডিয়ো সম্প্রতি প্রকাশ্যে এসেছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গ্রেটার ফরিদাবাদে। ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো। হইচইও ফেলেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গ্রেটার ফরিদাবাদের একটি ব্যস্ত রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়ে হুল্লোড় করতে দেখা যায় ওই তরুণীদের। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, কুয়াশাচ্ছন্ন রাস্তায় বিপজ্জনক ভাবে ছুটে চলেছে একটি গাড়ি। আশপাশে আরও অনেকগুলি গাড়ি রয়েছে। তবে প্রথম গাড়ির তরুণী যাত্রীরা কোনও কিছুর পরোয়া না করেই চলন্ত গাড়ির জানালা দিয়ে ঝুঁকে পড়েছে। কেউ কেউ গাড়ির সানরুফ ধরে ঝুলছেন। চিৎকার করে চলেছেন নাগাড়ে। ট্রাফিক নিয়ম লঙ্ঘন করে চলেছেন। ওই গাড়ির পিছনের একটি গাড়ি থেকে তরুণীদের কাণ্ড ক্যামেরাবন্দি করা হয়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেডলি কালেশ’ নামে একটি এক্স হ্যান্ডল থেকে। পোস্টটিতে ফরিদাবাদ এবং হরিয়ানা পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন মজার মজার মন্তব্য করেছেন, তেমনই বিরক্তি প্রকাশ করেছেন অনেকে। তরুণীদের নিন্দা করে তাঁদের শাস্তির দাবিতেও সরব হয়েছেন নেটাগরিকদের একাংশ। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ভারতীয় গাড়িতে সানরুফ নিষিদ্ধ করা উচিত।” অন্য এক জন মজা করে লিখেছেন, ‘‘পুলিশের নজরে এখনও পড়েনি। পড়লে পরবর্তী ভিডিয়ো থানা থেকে আপলোড করা হবে।’’ যদিও পুলিশ এখনও ওই তরুণীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেছে কি না তা জানা যায়নি।

Advertisement
আরও পড়ুন