Viral Video

মানালিতে মৃত্যুর মুখোমুখি! জ়িপলাইন ছিঁড়ে ৩০ ফুট খাদে পড়ল কিশোরী, দেখল অসহায় পরিবার, ভাইরাল ভিডিয়ো

জ়িপলাইন ছিঁড়ে খাদে পড়ে আহত ওই কিশোরীর নাম ত্রিশা বিজওয়ে। নাগপুরের বাসিন্দা প্রফুল্ল বিজওয়ের কন্যা সে। সম্প্রতি গ্রীষ্মের ছুটি কাটাতে স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে মানালি গিয়েছিলেন প্রফুল্ল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১০:৫৩
Video shows Nagpur girl fall from zipline in Manali, later hospitalised

ছবি: এক্স থেকে নেওয়া।

পরিবারের সঙ্গে হিমাচল প্রদেশের মানালি ঘুরতে গিয়েছিল নাগপুরের কিশোরী। জীবনে নতুন অভিজ্ঞতা সঞ্চয় করতে জ়িপলাইনে উঠেছিল। কিন্তু সেই ‘অ্যাডভেঞ্চারের’ নেশাই কাল হল। জ়িপলাইনের বেল্ট ছিঁড়ে ৩০ ফুট খাদে পড়ে গেল সে। গুরুতর চোট পেলেও ১০ বছরের ওই কিশোরীর প্রাণ রক্ষা পেয়েছে বলে খবর। ভয় ধরানো ঘটনাটির একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জ়িপলাইন ছিঁড়ে খাদে পড়ে আহত ওই তরুণীর নাম ত্রিশা বিজওয়ে। নাগপুরের বাসিন্দা প্রফুল্ল বিজওয়ের কন্যা সে। সম্প্রতি গ্রীষ্মের ছুটি কাটাতে স্ত্রী এবং কন্যাকে সঙ্গে নিয়ে মানালি গিয়েছিলেন প্রফুল্ল। কিন্তু সেই ছুটি দুঃস্বপ্নে পরিণত হয় বিজওয়ে পরিবারের জন্য। ৮ জুন মানালিতে জ়িপলাইনে চড়ে খাদের এক দিক থেকে অন্য দিকে যাওয়ার সময় মাঝপথে পড়ে যায় ত্রিশা। জ়িপলাইনের বেল্ট ছিঁড়ে ৩০ ফুট নীচে খাদে গিয়ে পড়ে সে। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

প্রাথমিক ভাবে ত্রিশাকে মানালির এক চিকিৎসাকেন্দ্রে ভর্তি করানো হয়েছিল। তবে পরে তাঁকে চণ্ডীগড়ের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে সে নাগপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে খবর। পড়ে যাওয়ার ফলে ত্রিশার একাধিক হাড় ভেঙে গিয়েছে। ত্রিশার বাবা-মার অভিযোগ, ঘটনাস্থলে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না এবং দুর্ঘটনার পর তাঁরা তাৎক্ষণিক কোনও সহায়তা পাননি।

ত্রিশার জ়িপলাইন ছিঁড়ে পড়ে যাওয়ার ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করা হয়েছে ‘সিদ্ধার্থ শুক্ল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ ভিডিয়োটি দেখেছেন। হইচই পড়ে গিয়েছে সেটিকে কেন্দ্র করে। নেটাগরিকদের অনেকেই ভিডিয়োটি দেখার পর জ়িপলাইন অপারেটরদের বিরুদ্ধে সরব হয়েছেন। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকার অভিযোগ করে তাঁদের শাস্তির দাবিও তুলেছেন কেউ কেউ।

Advertisement
আরও পড়ুন