Viral Video

প্রতিবন্ধী যুবককে কাঁধে তুলে দৌড়োলেন পুলিশ আধিকারিক, তুলে দিলেন ট্রেনের কামরায়, ভাইরাল ভিডিয়োয় প্রশংসার ঝড়

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাশমালিকইউপিকপ’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘‘মানবতার চেয়ে বড় আর কিছু নেই।’’ ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ১৬:৩৮
Video shows Uttar Pradesh police officer help disabled man to board train, Internet praises him

প্রতিবন্ধী যুবককে ঘাড়ে তুলে দৌড়াচ্ছেন পুলিশ আধিকারিক। ছবি: ইনস্টাগ্রাম।

কিছু ক্ষণের মধ্যে ট্রেন প্ল্যাটফর্ম ছাড়বে। ওভারব্রিজ দিয়ে তাড়াহুড়ো করে আসছিলেন প্রতিবন্ধী যুবক। কিন্তু বুঝতে পারছিলেন, এই গতিতে গেলে কিছুতেই ট্রেনে চড়তে পারবেন না। এমন সময় মানবতার হাত বাড়িয়ে দিল পুলিশ। তাঁকে কাঁধে তুলে ট্রেনের দিকে দৌড় দিলেন এক পুলিশ আধিকারিক। সাবধানে ট্রেনে তুলে দিলেন যুবককে। ট্রেনে তুলে দেওয়ার পর তাঁর টিকিটও পরীক্ষা করে দেখে নিলেন। মন ভাল করা সেই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোন স্টেশনে ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ওই পুলিশ আধিকারিকের নাম অশ্বিনী কুমার। উত্তরপ্রদেশ পুলিশে কর্মরত তিনি। সম্প্রতি ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন তিনি। নির্দিষ্ট স্টেশনে নামেন। সেখানে নেমে ওভারব্রিজ দিয়ে ওঠার সময় তিনি দেখেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা ট্রেন ধরার জন্য তাড়াহুড়ো করে যাচ্ছেন এক প্রতিবন্ধী যুবক। কিন্তু একটি পা না থাকায় ভাল করে চলতে পারছেন না। এ দিকে ট্রেন ছাড়ার সময় হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে যুবকের দিকে এগিয়ে যান অশ্বিনী। যুবকের সঙ্গে কথা বলে তাঁকে কাঁধে তুলে নেন। এর পর দৌড় দেন ট্রেনের দিকে। নির্দিষ্ট সময়ে ট্রেনের কামরায় তুলে দেন যুবককে। যুবকের টিকিট পরীক্ষা করেও দেখেন। এর পর যুবককে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যান। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাশমালিকইউপিকপ’ নামের এক্স হ্যান্ডল থেকে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘‘মানবতার চেয়ে বড় আর কিছু নেই।’’ ইতিমধ্যেই বহু মানুষ সেই ভিডিয়ো দেখেছেন। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর পুলিশ আধিকারিকের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন নেটাগরিকেরা। এক নেটাগরিক ভিডিয়োটি দেখার পর লিখেছেন, ‘‘ইউনিফর্মের মর্যাদা রেখেছেন পুলিশ আধিকারিক। নিজের দায়িত্ব পালন করেছেন মানুষকে সাহায্য করে।’’ অন্য এক জন লিখেছেন, ‘‘মানবতার নিদর্শন। পুলিশ আধিকারিককে কুর্নিশ।’’

Advertisement
আরও পড়ুন