Viral Video

‘তোর লায়লাকে নিয়ে বাবার কাছে চল’! প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ স্বামীকে হাতেনাতে ধরে বললেন স্ত্রী, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরে প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন এক যুবক। এমন সময় পরিবারকে নিয়ে সেখানে উপস্থিত হন যুবকের স্ত্রী। রেগে চিৎকার করতে থাকেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১১:৪৩
Video shows woman catches husband red handed while romancing with girlfriend

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রেমিকার সঙ্গে বন্ধ কামরায় অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিলেন স্বামী। হানা দিয়ে হাতেনাতে ধরলেন স্ত্রী। চলল ধাক্কাধাক্কি, কথা কাটাকাটি। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কোথায় এবং কবে ঘটেছে তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি ঘরে প্রেমিকার সঙ্গে সময় কাটাচ্ছেন এক যুবক। এমন সময় পরিবারকে নিয়ে সেখানে উপস্থিত হন যুবকের স্ত্রী। রেগে চিৎকার করতে থাকেন তিনি। যুবকের স্ত্রী এবং প্রেমিকার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। যুবক সেই সুযোগে জুতো পড়ে নেন বেরিয়ে যাওয়ার জন্য। তবে বেরোতে পারেননি। বাগ্‌বিতণ্ডার মধ্যে জড়িয়ে পড়েন তিনি। যুবককে তাঁর স্ত্রী বলেন, ‘‘তোর লায়লাকে নিয়ে তোর বাবার কাছে চল। দেখাচ্ছি মজা।’’ তখন যুবকের প্রেমিকা বলেন, ‘‘আমি কেন যাব তোমার সঙ্গে। নিজেরা বুঝে নাও।’’ অন্য দিকে যুবক দু’জনকেই শান্ত করার চেষ্টা করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ঘর কা কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। নেটাগরিকদের অনেকে যেমন ভিডিয়োটি দেখে মজার মজার মন্তব্য করেছেন, তেমনই অনেকে আবার ওই যুবকের স্ত্রীর জন্য সমবেদনা প্রকাশ করেছেন। এক নেটাগরিক লিখেছেন, ‘‘ছেলে, মেয়ে সব এক। কারও কোনও কাজ নেই। শুধু একে অপরকে ঠকিয়ে যাচ্ছে।’’ অন্য এক জন আবার মজা করে লিখেছেন, ‘‘সবই ঠিক আছে। কিন্তু একটু মারামারি হলে বিষয়টা জমে যেত।’’

Advertisement
আরও পড়ুন