ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।
জীবনের নতুন অধ্যায়ে পা রাখতে চলেছেন তরুণী। বিয়ের পিঁড়িতে বসার তখনও দু’ঘণ্টা বাকি। কনের সাজে তৈরি হয়ে গিয়েছেন তরুণী। কিন্তু বরযাত্রী তখনও এসে পৌঁছোয়নি। সেই সুযোগে কনের সাজেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে চলে গেলেন তরুণী। তাঁকে জড়িয়ে ধরে কেঁদে ভাসালেন তরুণী। সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় এমনই একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে (যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)।
‘রিয়্যালিস্টিকট্রোল্স’ নামের অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামের পাতায় একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। সেই ভিডিয়োয় দেখা গিয়েছে যে, কনের সাজে গাড়ির পিছনের আসনে গম্ভীর মুখে বসে রয়েছেন এক তরুণী। গাড়িটি থামতেই তিনি পরনের ঘাগরা সামলে গাড়ি থেকে নেমে দৌড়ে ছুটে গেলেন এক তরুণের দিকে। তরুণকে দেখে কান্নায় ভেঙে পড়লেন তিনি। মাথায় হাত বুলিয়ে তরুণীকে শান্ত করার চেষ্টা করলেন তরুণ। তার পর তরুণীকে বুকে জড়িয়ে মাথায় চুমু এঁকে দিলেন তিনি। কাঁদতে কাঁদতে তরুণকে বিদায় জানিয়ে আবার গাড়িতে উঠে পড়লেন তরুণী। গাড়িতে উঠেও কান্না থামল না তাঁর।
এই ঘটনাটি কবে এবং কোথায় ঘটেছে তা অবশ্য জানা যায়নি। তবে, সেই তরুণ যে পাত্রীর প্রেমিক তা ভিডিয়ো থেকে জানা গিয়েছে। কনের সাজে তৈরি হয়ে গিয়েছিলেন তরুণী। বিয়ের পিঁড়িতে বসতে তখনও ঘণ্টা দুয়েক দেরি। সেই ফাঁকেই প্রাক্তন প্রেমিককে বিদায় জানাতে বেরিয়ে পড়েছিলেন তিনি। ভিডিয়োটি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়তে তরুণীকে ঘিরে কটাক্ষের বন্যা বয়ে গিয়েছে।
এক জন নেটাগরিক লিখেছেন, ‘‘বিশ্বাসের কোনও মূল্য নেই আজকাল। নতুন জীবন শুরু করার আগেও তিনি অতীতের দিকে ছুটে গেলেন। বিয়ের পরেও কি লুকিয়ে দেখা করতে যাবেন?’’ আবার ভিডিয়োটি দেখে সন্দেহ প্রকাশও করেছেন অনেকে। এই প্রসঙ্গে এক জন লিখেছেন, ‘‘পুরো বিষয়টি এত সুন্দর করে ভিডিয়ো করা হয়েছে যে, দেখে মনে হচ্ছে শুটিং চলছে। এ সব বিষয় নিয়ে রিল বানিয়ে হয় তো লোক ঠকানো চলছে।’’