viral video

প্রেমিকের সঙ্গে অন্য তরুণী! মেট্রো স্টেশনেই শুরু খণ্ডযুদ্ধ, প্রেমিকের ধাক্কায় ছিটকে পড়লেন প্রথম প্রেমিকা

প্রেমিককে ধরে ফেলার পরই চলে উত্তপ্ত বাক্য বিনিময়, বচসা গড়ায় হাতাহাতিতে। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০৭
fight in metro station

ছবি: সংগৃহীত।

অন্য এক তরুণীর সঙ্গে প্রেমিককে হাতে নাতে ধরলেন প্রেমিকা। তাও অপ্রত্যাশিত ভাবেই। মেট্রো স্টেশনে ভালবাসার মানুষকে অন্য এক জনের সঙ্গে হাত ধরে ঘুরতে দেখে কার্যত হতভম্ব হয়ে যান প্রেমিকা। তার পরে ঘটে যায় নাটকীয় ঘটনা। প্রেমিককে ধরে ফেলার পরই চলে উত্তপ্ত বাক্য বিনিময়, সেই বচসা গড়ায় হাতাহাতিতে। সেই ঘটনারই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। ভিডিয়োটি দেশের মধ্যেই একটি মেট্রো স্টেশনে তোলা হলেও সেটি কোন শহরের তা স্পষ্ট নয়। ‘ঘর কা কলেশ’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে ছড়িয়ে পড়েছে ভিডিয়োটি। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।

Advertisement

ভাইরাল হওয়া সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, প্রেমিককে অন্য একটি মেয়ের সঙ্গে দেখার পর লাল জামা পরা এক তরুণী স্টেশনের ভিতরে সিঁড়ির সামনে দাঁড়িয়ে মুখোমুখি হন প্রেমিকের। তাঁদের মধ্যে উঁচু গলায় তর্ক বিতর্ক শুরু হয়। এক পর্যায়ে এসে লাল জামা পরা ক্ষিপ্ত বান্ধবী তাঁর প্রেমিককে ধাক্কা দিয়ে থাপ্পড় মারতে থাকেন। পাল্টা জবাবে প্রেমিকও তরুণীকে জোরে ঠেলে দিতেই তিনি সজোরে মাটিতে পড়ে যান। আশপাশে থাকা যাত্রীরা কেউ কেউ তাঁদের থামানোর চেষ্টা করেন। আবার কেউ ঘটনার ভিডিয়ো করতে শুরু করেন। শেষমেশ এই নাটকীয় ঘটনার কী পরিণতি হল তা ভিডিয়োয় জানা যায়নি। ভিডিয়োটি কবে তোলা সে সম্পর্কেও কিছু বলা হয়নি। তবে প্রেমদিবসের পর দিন এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে।

ভিডিয়ো দেখে পোস্টের নীচে মন্তব্যের বন্যা বয়ে গিয়েছে। কেউ কেউ মজা করে বলেছেন, এটি ‘‘ভ্যালেন্টাইন্স ডের সবচেয়ে খারাপ উপহার।’’ এই ধরনের হাতাহাতি জনসমক্ষে হওয়া উচিত কি না সে বিষয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

Advertisement
আরও পড়ুন