Viral Video

‘কারও এমন সাহস আছে?’ দুর্ঘটনার পরের দিন এয়ার ইন্ডিয়ার বিমানে চড়ে কৌতুক-রিল! ‘অসংবেদনশীল’ বলল নেটপাড়া

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাঞ্জেলিনদুবাই’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুন ২০২৫ ১৬:০৮
Woman face criticism for making reel in Air India plane day after Ahmedabad crash, video goes viral

ছবি: ইনস্টাগ্রাম।

অহমদাবাদে এআই-১৭১ দুর্ঘটনার এক দিন পর এয়ার ইন্ডিয়ার অন্য এক বোয়িং-৭৮৭ বিমানে চড়ে রিল। দুর্ঘটনার কথা উল্লেখ করে মজা করে ভিডিয়ো। অদ্ভুত সব কাণ্ড করে নেটাগরিকদের রোষের মুখে পড়লেন এক তরুণী। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। সমালোচনার ঝড় উঠেছে সমাজমাধ্যম জুড়ে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

Advertisement

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে একটি বিমানের ভিতরে আসনে শুয়ে রয়েছেন এক তরুণী। তাঁর মুখে মাস্ক। ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিয়ো করছেন তিনি। যদিও বিমানে অন্য কোনও যাত্রীকে দেখা যায়নি। সেই ভিডিয়োয় তরুণী দাবি করছেন, তিনি এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং-৭৮৭ বিমানের অন্দরে রয়েছেন এবং অহমদাবাদে এআই-১৭১ দুর্ঘটনার পরের দিন এয়ার ইন্ডিয়ার বিমানে সফর করছেন। তাঁর মতো অন্য কারও সেই সাহস রয়েছে কি না, ভিডিয়োয় মজা করে তা-ও জানতে চেয়েছেন তরুণী। পাশাপাশি হাসতে হাসতে জানিয়েছেন, বিমানে যদি কোনও ধোঁয়া লক্ষ করা যায়, তার জন্য আগেভাগেই তিনি মাস্ক পরে নিয়েছেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। পুরো বিষয়টি নিয়ে তরুণী মজা করলেও নেটাগরিকেরা বিষয়টি মোটেও মজার ছলে নেননি। নিন্দার ঝড় উঠেছে নেটপাড়ায়।

ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘অ্যাঞ্জেলিনদুবাই’ নামের ইনস্টাগ্রাম হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। তরুণীর কর্মকাণ্ডকে ‘অসংবেদনশীল’ তকমা দিয়েছেন অনেকে। অনেকে আবার ক্ষোভপ্রকাশ করে তরুণীর শাস্তির দাবিতে সরব হয়েছেন। ভিডিয়োটি দেখার পর এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই ভাবে মজা করার কী আছে? যাঁরা মারা গিয়েছেন তাঁদের প্রতি কি এতটুকুও শ্রদ্ধা নেই?’’ অন্য এক জন লিখেছেন, ‘‘ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কত নীচে নামবে? বিশ্বাস হচ্ছে না যে, কেউ এ সব নিয়েও ভিডিয়ো বানাতে পারেন।’’ তৃতীয় এক নেটাগরিক আবার লিখেছেন, ‘‘দয়া করে এ ভাবে অসংবেদনশীল হবেন না। আপনার মানসিকতা দেখে অবাক লাগছে। দয়া করে এই জঘন্য পোস্ট সরিয়ে দিন।’’

Advertisement
আরও পড়ুন