uttar pradesh

বিয়ে করতে এসে হবু শাশুড়ির প্রেমে মজলেন পাত্র, মেয়ের গয়না ও টাকা নিয়ে চম্পট দিলেন পাত্রীর মা!

হবু জামাই এবং হবু শাশুড়ি কেনাকাটার করার নাম করে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৫ ১৭:১৬
Woman fled with her daughter\\\\\\\'s fiance

—প্রতীকী ছবি।

মেয়ের বিয়ের আর মাত্র ন’দিন বাকি। আয়োজন ও প্রস্তুতি প্রায় সারা। এর মধ্যেই হবু জামাইয়ের হাত ধরে পালিয়ে গেলেন হবু শাশুড়ি। সঙ্গে নিয়ে গেলেন মেয়ের বিয়ের জন্য রাখা টাকা ও গয়না। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের আলিগড়ের মাদ্রাক থানা এলাকায়। মেয়ের বিয়ের কেনাকাটার অছিলায় পাত্র ও তাঁর হবু শাশুড়ি একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। দীর্ঘ ক্ষণ তাঁদের খোঁজ না মেলায় পুলিশে খবর দেওয়া হয় বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement

জানা গিয়েছে, তরুণ তাঁর বাগদত্তার মায়ের প্রেমে পড়ে যান। মহিলা নিজেই তাঁর মেয়ের বিয়ের আয়োজন করেছিলেন। তরুণ প্রায়শই বিয়ের প্রস্তুতির অজুহাতে তাঁদের বাড়িতে চলে আসতেন। ধীরে ধীরে পরিবারের অজান্তেই তাঁদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। হবু জামাই শাশুড়িকে একটি দামি মোবাইল ফোন উপহার দেন। তাতেও পাত্রী ও পরিবারের বাকি সদস্যদের মনে কোনও সন্দেহ জাগেনি।

১৬ এপ্রিল বিয়ের অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ার কথা ছিল। অতিথিদের নিমন্ত্রণপত্র পাঠানোও শেষ হয়ে গিয়েছিল। এরই মাঝে হবু জামাই এবং শাশুড়ি কেনাকাটার নাম করে একসঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যান। তার পর থেকে তাঁদের আর কোনও খোঁজ পাওয়া যায়নি।পাত্রীর বাবার সন্দেহ হলে তিনি আলমারি পরীক্ষা করে দেখতে পান যে বিয়ের গয়না এবং টাকা হাপিস। পুলিশের দ্বারস্থ হয় পরিবার। পুলিশ তাঁদের খোঁজ করছে এবং ফোনের অবস্থান জানার চেষ্টা করছে বলে সংবাদমাধ্যম সূত্রে খবর।

Advertisement
আরও পড়ুন