Nitin Nabin to Visit West Bengal

সর্বভারতীয় সভাপতি হওয়ার পর এই প্রথম বার পশ্চিমবঙ্গ সফরে নিতিন নবীন, তার পর আসবেন অমিত শাহ

নিতিন ফিরে যাওয়ার পর আবার বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০ জানুযারি কলকাতায় এসে পৌঁছোবেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ০০:৫৭
বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন।

বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ফাইল চিত্র।

বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর এই প্রথম বার পশ্চিমবঙ্গ সফরে আসছেন নিতিন নবীন। আগামী ২৭ জানুয়ারি কলকাতা এসে পৌঁছোবেন তিনি। তাঁর এই দু’দিনের বঙ্গ সফরের বিষয়ে জানিয়েছেন রাজ‍্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।

Advertisement

বিজেপি সূত্রে খবর, বুধবার দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করার পর নিতিন তাঁর এই সফরের সিদ্ধান্ত নেন। ওই বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্তরের পদাধিকারীরা, ছিলেন বিজেপিশাসিত রাজ্যগুলির দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক, বিভিন্ন রাজ্যের সভাপতি এবং সংগঠনের সম্পাদকেরা। দলের তরফ থেকে আলোচ্য বিষয় নিয়ে বিস্তারিত ভাবে কিছু না বলা হলেও সাংগঠনিক বিষয় ছাড়াও বিভিন্ন রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে বিজেপির তরফে।

রাজ্য বিজেপির সভাপতি শমীক জানান, কলকাতায় এসে পৌঁছোনোর পরের দিন নিতিন যাবেন বর্ধমানে। সেখানে তিনি জনসভা করবেন না কি সাংগঠনিক কর্মসূচি তা এখনও নিশ্চিত ভাবে জানানো হয়নি দলের তরফে। বর্ধমান সফরের পর তিনি দিল্লি ফিরে যাবেন।

অন‍্য দিকে, নিতিন ফিরে যাওয়ার পর আবার বঙ্গ সফরে আসবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩০ জানুযারি কলকাতায় এসে পৌঁছোবেন তিনি। বিজেপির তরফ থেকে জানানো হয়েছে, এই সফরে কোনও জনসভা করবেন না শাহ। তাঁর সমগ্র কর্মসূচি হবে সাংগঠনিক। চলতি বছরের ফেব্রুয়ারির শেষে বা মার্চের শুরুতে ঘোষণা হতে পারে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দিনক্ষণ। তাঁর আগে স্বরাষ্ট্রমন্ত্রী মূলত নির্বাচনী রণকৌশল নির্ধারণ সংক্রান্ত বৈঠক করবেন বলে জানা গিয়েছে বিজেপির তরফে। শাহের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে রাজ্য বিজেপির ভবিষ্যৎ নির্ধারণের জন্য। এমনটাই মনে করছেন বিজেপি নেতৃত্ব।

Advertisement
আরও পড়ুন