Eastern Railway

ট্রেন দেরি হওয়ার কারণের তদন্তে নেমে চোখ কপালে রেল কর্তৃপক্ষের,নিজের ইচ্ছে মতো জায়গায় নামতে চেন টানছেন যাত্রীরা

অকারণে ট্রেনের চেন টানেন যাত্রীরা। আপদকালীন পরিস্থিতিতে চেন টানা যায়। কিন্তু হাওড়া ডিভিশনে প্রতিদিন কমপক্ষে পাঁচটি অযথা ট্রেন টানার ঘটনা ঘটছে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ৩১ জানুয়ারি ২০২৬ ০৫:০১
আরপিএফ জওয়ান যাত্রীদের সচেতন করার জন্য প্রচার করছেন।

আরপিএফ জওয়ান যাত্রীদের সচেতন করার জন্য প্রচার করছেন। — নিজস্ব চিত্র।

চেন পুলিংয়ের জন্য দেরিতে চলছে ট্রেন। বেশ কিছু দায়িত্বজ্ঞানহীন যাত্রী নিজেদের স্বার্থে চলন্ত ট্রেনে চেইন টানার ফলে কমে যাচ্ছে দূরপাল্লার ট্রেনের গতি। এই সমস্যা মেটাতে এবার কড়া পদক্ষেপ করল পূর্ব রেল কর্তৃপক্ষ। পাশাপাশি যাত্রীদের সচেতন করতে উদ্যোগী রেল।

Advertisement

ট্রেন ছাড়ছে নির্দিষ্ট সময়ে। রেল ট্র্যাক কিংবা সিগন্যালেও কোনও সমস্যা নেই। তবুও মাঝে মধ্যে ট্রেন দেরিতে চলার ঘটনা ঘটছে। এর কারণ খুঁজে বের করতে গিয়ে চোখ কপালে উঠল রেল কর্তৃপক্ষের। অকারণে ট্রেনের চেন টানেন যাত্রীরা। আপদকালীন পরিস্থিতিতে চেন টানা যায়। কিন্তু হাওড়া ডিভিশনে প্রতিদিন কমপক্ষে পাঁচটি অযথা ট্রেন টানার ঘটনা ঘটছে।

এই প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর জানিয়েছেন, সম্প্রতি হাওড়া বর্ধমান শাখায় দূরপাল্লার বেশ কিছু ট্রেনে এক শ্রেণির দায়িত্বজ্ঞানহীন যাত্রী কোনও বিশেষ কারণ ছাড়াই চলন্ত ট্রেনে চেন টানছেন। যে প্ল্যাটফর্মে স্টপেজ নেই সেখানে কেউ নামার জন্য এই কাজ করছেন। এর ফলে সমস্যায় পড়ছেন এক বা একাধিক ট্রেনের যাত্রীরা। চেন টানার ফলে চলন্ত ট্রেনের গতি কমে যাচ্ছে। ট্রেনকে দাঁড়াতে হচ্ছে। যার জেরে আবার ওই ট্রেন ছাড়াও তার পিছনে আসা একাধিক দূরপাল্লার ট্রেন দাঁড়িয়ে পড়ছে। বদলে যাচ্ছে সময়সূচী। ট্রেনগুলি নির্দিষ্ট সময়ের থেকে দেরিতে গন্তব্যে পৌঁছাচ্ছে। তিনি আরও বলেন, ‘‘ হাওড়া-বর্ধমান লাইনে প্রতিদিন গড়ে পাঁচটি অর্থাৎ মাসে দেড়শোটি চেন টানার ঘটনা ঘটছে। এই সমস্যা মোকাবিলা করতে রেল কর্তৃপক্ষ কড়া ব্যবস্থা নিয়েছে। কোনও গুরুত্বপূর্ণ কারণ ছাড়া চেন টানা হলে আইনত ব্যবস্থা নেওয়া হচ্ছে। যাঁরা এই কাজ করছেন জরিমানার পাশাপাশি তাঁদের ছবি সমাজমাধ্যমেও দেওয়া হবে।’’ তিনি জানান, গুরুত্বপূর্ণ কারণ ছাড়া চেন টানা অপরাধ।

রেল সূত্রে খবর, সাধারণ যাত্রীদের সচেতন করতে আরপিএফ জওয়ানদের প্ল্যাটফর্মে মাইকে করে প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে আরপিএফ জওয়ানেরা যাত্রীদের সচেতন করার জন্য এ ভাবেই প্রচার করছেন। যাত্রীদের অনেকে মানছেন, কোনও বড় কারণ ছাড়া যখন-তখন ট্রেনের চেন টানা ঠিক নয়। অযথা চেন টানার ফলে সাধারণ যাত্রীদের অসুবিধা বাড়ছে। রেল কর্তৃপক্ষ যে পদক্ষেপ করছে তাতে তাঁরা সন্তুষ্ট বলেও জানিয়েছেন।

Advertisement
আরও পড়ুন