—প্রতিনিধিত্বমূলক ছবি।
নাশকতার ছক ছিল, না কি শুধুই কারবার? আগ্নেয়াস্ত্র পাচারের পরিকল্পনা, না কি কারও উপর হামলা করতে গিয়েছিলেন? আগ্নেয়াস্ত্র-সমেত এক অভিযুক্তকে ধরার পর এই সব প্রশ্নের জবাব খুঁজছে পুলিশ। মুর্শিদাবাদে আবার উদ্ধার হল আগ্নেয়াস্ত্র এবং গুলি। এ বার হরিহরপাড়া থানার পুলিশের জালে ধরা পড়লেন এক যুবক।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে হরিহরপাড়ার সদানন্দপুর এলাকা থেকে সাবির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের কাছ থেকে একটি পিস্তল এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, রাতের অন্ধকারে কারও হাতে আগ্নেয়াস্ত্র এবং গুলি তুলে দিতে যাচ্ছিলেন সাবির।
পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে সদানন্দপুর এলাকায় ইতস্তত ভাবে ঘোরাঘুরি করছিলেন সাবির নামে যুবক। অন্য দিকে, ওই এলাকায় আগ্নেয়াস্ত্র পাচার হতে পারে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সজাগ ছিল হরিহরপাড়া থানার পুলিশ। হরিহরপাড়া থানার আইসি অরূপ কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল হানা দেয় এলাকায়। তাদের চোখ যায় পিঠে ব্যাগ নিয়ে ঘোরাফেরা করা এক যুবকের দিকে। পুলিশ দেখে তিনি পালানোর চেষ্টা করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। সাবিরকে ধরে ফেলেন পুলিশকর্মীরা। তাঁর ব্যাগ থেকে পাওয়া যায় একটি পিস্তল এবং গুলি।
ধৃতের বাড়ি হরিহরপাড়া থানার বহড়ান এলাকায়। প্রাথমিক জেরার পরে পুলিশের অনুমান, সাবির নিজেই অস্ত্র কারবারি হতে পারেন। আবার পাচারচক্রের হয়েও কাজ করে থাকতে পারেন। এখনও গোটা বিষয়টি স্পষ্ট নয়। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র তিনি কোথা থেকে এনেছিলেন এবং কোথায় নিয়ে যাচ্ছিলেন, তা জানার চেষ্টা চলছে।
সোমবার ধৃতের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে বহরমপুর আদালতে হাজির করানো হয়।