— প্রতিনিধিত্বমূলক চিত্র।
ফের ১৫ ডিগ্রির ঘরে নেমে এল কলকাতার তাপমাত্রা! সোমবার শহরের তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। সেই তুলনায় মঙ্গলবার খানিকটা পারদপতন হয়েছে। রাজ্যের অন্য জেলাগুলিতেও তাপমাত্রা খানিক কমেছে। সঙ্গে বেশ কিছু জায়গায় সকালের দিকে জারি হয়েছে কুয়াশার সতর্কতা।
মঙ্গলবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। সোমবারের তুলনায় মঙ্গলবার সামান্য পারদপতন হয়েছে। পশ্চিমের জেলাগুলিতেও পারদ রয়েছে ১২ থেকে ১৪ ডিগ্রির ঘরে। তবে দিনের তাপমাত্রা স্বাভাবিকের উপরেই রয়েছে। সোমবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি বেশি।
আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমি ঝঞ্ঝা রয়েছে। আরও একটি পশ্চিমি ঝঞ্ঝা এবং ঘূর্ণাবর্ত রয়েছে পাকিস্তান সংলগ্ন জম্মু-কাশ্মীরে। বুধবার নতুন করে একটি পশ্চিমি ঝঞ্ঝা ঢোকার কথা রয়েছে। তবে আগামী পাঁচ-সাত দিনে উত্তর কিংবা দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। আবহাওয়াও শুষ্কই থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। তবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার কিছু কিছু এলাকায় ভোরের দিকে কুয়াশা দেখা যেতে পারে। খুব সকালে এবং রাতের দিকে শীতের আমেজ থাকলেও বেলা বাড়লেই তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আলিপুর।