Israel-Hamas Conflict

‘চার সপ্তাহের মধ্যেই গাজ়ার দখল নেব, তবে...’, কী শর্ত দিলেন নেতানিয়াহু সরকারের মন্ত্রী?

গত ৮ অগস্ট ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির বৈঠকে পুরো গাজ়া দখলের প্রস্তাব দিয়েছিলেন। এ বার সে দেশের অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোট্রিচ দিলেন চার সপ্তাহের সময়সীমা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০২৫ ২২:০৪
Israeli Minister Bezalel Smotrich calls to annex Gaza if Hamas doesn’t surrender

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

স্বাধীনতাপন্থী প্যালেস্টাইনি সশস্ত্র গোষ্ঠী হামাস নিঃশর্তে অস্ত্রসমর্পণ না করলে আগামী চার সপ্তাহের মধ্যে গোটা গাজ়ার দখল নেবে ইজ়রায়েলি সেনা। শুক্রবার এ কথা জানিয়েছেন ইজরায়েলি অর্থমন্ত্রী বেজ়ালেল স্মোট্রিচ। বুধবার থেকে ভূমধ্যসাগরের তীরবর্তী ভূখণ্ডের রাজধানী গাজ়া সিটি দখলের অভিযান শুরু করেছে ইজ়রায়েলি সেনা। সেই কাজের সময়সীমা নিয়ে এ বার বার্তা দিলেন নেতানিয়াহুর ঘনিষ্ঠ বলে পরিচিত স্মোট্রিচ।

Advertisement

গত ৮ অগস্ট ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তাঁর মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটিতে পুরো গাজ়া দখলের প্রস্তাব দিয়েছিলেন। বিনা প্রতিবাদে তা গৃহীত হয়েছিল। এর পরে গত বুধবার গাজ়া সিটির উত্তরাংশের এবাদ-আলরহমান এলাকার দখল নেয় ইজ়রায়েলি সেনা। এবাদ-আলরহমান থেকে মাত্র এক কিলোমিটার দূরে গাজা নগরীর জালা স্ট্রিট অবস্থিত। ওই এলাকায় লক্ষাধিক মানুষের বাস ছিল। কিন্তু ইজ়রায়েল সেনার গুলি এবং মর্টার বর্ষণের জেরে দলে দলে প্যালেস্টাইনি দক্ষিণ গাজ়ার দিকে চলে যেতে শুরু করেছেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইজ়রায়েলে হামলা চালিয়েছিল প্যালেস্টাইনি সশস্ত্র সংগঠন হামাসের আল কাশাম ব্রিগেড। তার পর থেকেই ধারাবাহিক ভাবে গাজ়ায় হামলা চালাচ্ছে ইজ়রায়েলি সেনা। এখনও পর্যন্ত তেল আভিভের অভিযানের বলি ৫৫ হাজারেরও বেশি প্যালেস্টাইনি সাধারণ নাগরিক। বৃহস্পতিবার পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিভ উইটকফ জানিয়েছেন, গাজ়ায় সংঘর্ষবিরতি কার্যকর করার লক্ষ্যে বুধবার হোয়াইট হাউসে ‘গুরুত্বপূর্ণ বৈঠক’ করতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনাচক্রে, তার পরেই গাজ়া দখলের বার্তা দিল নেতানিয়াহু সরকার।

Advertisement
আরও পড়ুন