Myanmar General Election

গণতন্ত্র ফিরতে চলেছে মায়ানমারে, ২৮ ডিসেম্বর সাধারণ নির্বাচনের দিন ঘোষণা করল সামরিক জুন্টা

২০২০ সালের নভেম্বরে মায়ানমারে শেষ বার পার্লামেন্টের দুই কক্ষের (উচ্চকক্ষ ‘হাউস অফ ন্যাশানালিটিস’ এবং নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েনটেটিভস’) নির্বাচন হয়েছিল। সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল আউং‌ সান সু চি-র দল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৮ অগস্ট ২০২৫ ১৭:৪২
জুন্টা প্রধান জেনারেল মিন আং হ্লাইং।

জুন্টা প্রধান জেনারেল মিন আং হ্লাইং। —ফাইল চিত্র।

তিন সপ্তাহ আগে জরুরি অবস্থা প্রত্যাহার করে সাধারণ নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সোমবার মায়ানমারের সামরিক জুন্টা সরকারের প্রধান জেনারেল মিন আং হ্লাইং জানালেন, আগামী ২৮ ডিসেম্বর থেকে সে দেশে সাধারণ নির্বাচন হবে। জুন্টার এই ঘোষণাকে সশস্ত্র বিদ্রোহী জোটের ধারাবাহিক অগ্রগতি এবং গণতন্ত্রপন্থীদের চাপের মুখে পিছু হটার বার্তা বলেই মনে করা হচ্ছে।

Advertisement

২০২০ সালের নভেম্বরে ভারতের পড়শি দেশটিতে শেষ বার পার্লামেন্টের দুই কক্ষের (উচ্চকক্ষ ‘হাউস অফ ন্যাশানালিটিস’ এবং নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজ়েনটেটিভস’) নির্বাচন হয়েছিল। গণতন্ত্রপন্থী নেত্রী আউং‌ সান সু চি-র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়েছিল। কিন্তু ২০২১ সালের ফেব্রুয়ারিতে অভ্যুত্থান ঘটিয়ে এনএলডি সরকারকে উৎখাত করেছিল মায়ানমার সেনা। শুরু হয়েছিল চিনের ঘনিষ্ঠ সামরিক জুন্টার শাসন। এর পরে গত সাড়ে চার বছরে বিভিন্ন গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং বিভিন্ন জনজাতি গোষ্ঠীকে ধারাবাহিক ভাবে নিশানা করেছে মায়ানমার সেনা।

কিন্তু গত নভেম্বর থেকে সে দেশের তিন বিদ্রোহী গোষ্ঠী ‘থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স’ গড়ে সামরিক জুন্টা সরকারের বিরুদ্ধে অভিযান শুরু করে। ওই অভিযানের পোশাকি নাম ছিল ‘অপারেশন ১০২৭’। যার পরিণামে সে দেশের বড় অংশই জুন্টার হাতছাড়া হয়েছে। ঘটনাচক্রে, বিদ্রোহীদের একাংশের পিছনেও চিনের গোপন মদতের অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে কোণঠাসা হ্লাইং শেষ পর্যন্ত ভোটের দিন ঘোষণা করলেও শেষ পর্যন্ত ক্ষমতা হস্তান্তর পর্ব মসৃণ হবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। মায়ানমারের নির্বাচনে মোট ৫৫টি রাজনৈতিক দলকে নথিভুক্ত করা হয়েছে বলে সে দেশের নির্বাচন কমিশন জানিয়েছে।

Advertisement
আরও পড়ুন