Imran Khan

তোষাখানা মামলায় ১৭ বছরের জেল ইমরান ও স্ত্রী বুশরার! ‘বয়সের কারণে লঘু সাজা হল’, বললেন বিচারক

তোষাখানা দুর্নীতি-২ মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে আদালতে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী, প্রত্যেককে এক কোটি পাকিস্তানি টাকা জরিমানাও করা হয়েছে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৫ ১৭:২৫
(বাঁ দিকে) বুশরা বিবি। ইমরান খান (ডান দিকে)।

(বাঁ দিকে) বুশরা বিবি। ইমরান খান (ডান দিকে)। — ফাইল চিত্র।

প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে ১৭ বছরের কারাদণ্ড দিল পাকিস্তানের এক আদালত। তোষাখানা-২ দুর্নীতি মামলায় তাঁদের জেল হয়েছে। রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে কড়া নিরাপত্তার মাঝে শনিবার রায় দিয়েছেন বিচারক শাহরুখ আর্জুমন্দ। ইমরান এখন রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে রয়েছেন।

Advertisement

তোষাখানা দুর্নীতি-২ মামলায় ২১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে আদালতে। বিচারক জানান, ইমরানের বয়সের কথা মাথায় রেখে এবং বুশরা মহিলা হওয়ায় তাঁদের সাজা ‘লঘু’ করা হয়েছে। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁর স্ত্রী, প্রত্যেককে এক কোটি পাকিস্তানি টাকা জরিমানাও করা হয়েছে।

২০২৩ সালে ইমরান ক্ষমতা হারান। তার পরে দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, বিদেশ থেকে ইমরানের উপহার পাওয়া ঘড়ি তিনি ২০ লক্ষ ডলারে কিনে নিয়েছিলেন। ওই ব্যবসায়ী জানান, ২০১৯ সালে যখন ইমরানের দল পাকিস্তানে ক্ষমতায় ছিল, তখন সৌদি আরবের রাজা মহম্মদ বিন সলমন তাঁকে ওই বহুমূল্য ঘড়ি উপহার দিয়েছিলেন। ওই অভিযোগের প্রেক্ষিতে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরানকে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করেছিল। এখন তাঁকে ১৭ বছরের কারাদণ্ড দিল আদালত।


পাকিস্তানের নিয়ম অনুযায়ী বিদেশি রাষ্ট্রনেতাদের কাছ থেকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা অন্য মন্ত্রীরা যা উপহার পান, তা সরকারি কোষাগারে জমা হওয়ার কথা। তবে ১০ হাজার পাকিস্তানি রুপির কম মূল্যের উপহার হলে প্রধানমন্ত্রী তা নিজের কাছে রাখতে পারেন। তার বেশি মূল্যের কোনও উপহার পছন্দ হলে, বাজার-মূল্যের সমপরিমাণ অর্থ সরকারি কোষাগারে জমা করে তা নিজের কাছে রাখতে পারেন প্রধানমন্ত্রী। কিন্তু পাক ক্রিকেটার-রাজনীতিক সেই আইন এড়াতে ইচ্ছাকৃত ভাবে উপহার পাওয়া সামগ্রীর দাম কমিয়ে দেখিয়েছিলেন বলে অভিযোগ।

Advertisement
আরও পড়ুন