Blast in Pakistan’s Supreme Court

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ, আহত অন্তত ১২ জন! সিলিন্ডার ফেটে দুর্ঘটনা, অনুমান পুলিশের

বিস্ফোরণের পর পরই আদালতের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তৎক্ষণাৎ আইনজীবী এবং আদালতের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পাঠানো হয় আহতদের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৫ ২০:৪২
Several injured in cylinder explosion at Pakistan\\\\\\\'s Supreme Court

পাকিস্তানের সুপ্রিম কোর্টে বিস্ফোরণ। ছবি: রয়টার্স।

পাকিস্তানের সুপ্রিম কোর্টের বেসমেন্টে বিস্ফোরণ। এই ঘটনায় আহত কমপক্ষে ১২ জন। বিস্ফোরণের সঙ্গে সঙ্গে গোটা ভবনটি কেঁপে উঠেছে। কী থেকে বিস্ফোরণ? কোনও নাশকতার ছক কি? তদন্তে নেমে সে দেশের পুলিশ জানিয়েছে, আদালতের বেসমেন্টে রয়েছে ক্যাফেটেরিয়া। সেই ক্যাফেটেরিয়ার কোনও সিলিন্ডার ফেটেই এই বিস্ফোরণ!

Advertisement

সংবাদমাধ্যম সূত্রে খবর, বিস্ফোরণের পর পরই আদালতের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। তৎক্ষণাৎ আইনজীবী এবং আদালতের কর্মীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে পাঠানো হয় আহতদের।

ওই ঘটনার কয়েকটি ভিডিয়ো ছড়িয়েছে (যদিও এই সব ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম)। সেই সব ভিডিয়োয় দাবি করা হয়েছে, বিস্ফোরণে ফলে সুপ্রিম কোর্টের ভবনের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক, যাঁদের মধ্যে এক জনের শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছে।

ইসলামাবাদের ইনস্পেক্টর জেনারেল আলি নাসির রিজভিকে উদ্ধৃত করে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, সকাল ১০টা ৫৫ মিনিট (স্থানীয় সময়) বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তাঁর কথায়, ‘‘বেসমেন্টের ক্যাফেটেরিয়ায় বেশ কয়েক দিন ধরে গ্যাস লিকেজের সমস্যা হচ্ছিল। মঙ্গলবার ওই ক্যাফেটেরিয়ার এসির রক্ষণাবেক্ষণের কাজ চলছিল। সেই সময়ই বিস্ফোরণ ঘটে।’’

Advertisement
আরও পড়ুন