Advertisement
Back to
Presents
Associate Partners
Lok Sabha Election 2024

নির্বাচনী প্রচারে শুক্রবার বঙ্গে মোদী

দক্ষিণ ভারতের একটি বড় এলাকা (তামিলনাড়ু, কেরল, কর্নাটকে প্রথম ভাগ), রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একাংশ-সহ দেশের বেশ কিছু অংশে প্রথম দুই দফায় ভোট হয়ে যাচ্ছে।

PM Narendra Modi.

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —ফাইল চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০২৪ ০৬:৪৮
Share: Save:

লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার দিন, আজ, শুক্রবারই ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুরাতন মালদহের নিত্যানন্দপুরে আজ তাঁর সভা করার কথা। দ্বিতীয় দফার ভোট পার হওয়ার পর থেকে বাংলায় বিভিন্ন দলেরই সর্বভারতীয় নেতৃত্বের যাতায়াত আরও বাড়তে চলেছে।

দক্ষিণ ভারতের একটি বড় এলাকা (তামিলনাড়ু, কেরল, কর্নাটকে প্রথম ভাগ), রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশের একাংশ-সহ দেশের বেশ কিছু অংশে প্রথম দুই দফায় ভোট হয়ে যাচ্ছে। এই আবহে তৃতীয় দফার আগে বাংলায় সর্বভারতীয় নেতাদের আনাগোনা শুরু হচ্ছে প্রধানমন্ত্রীকে দিয়েই। আসার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ নড্ডা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের। সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাট, সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি-সহ এক ঝাঁক নেতাদেরও প্রচারে আসার কথা।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন

মোদীর আজ মালদহ উত্তর ও দক্ষিণ লোকসভা কেন্দ্রের দুই বিজেপি প্রার্থী যথাক্রমে খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে সভা করার কথা। মোদীর সভার দিনেই লাগোয়া জেলা উত্তর দিনাজপুরের রায়গঞ্জ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও দার্জিলিঙে ভোট রয়েছে। তৃণমূলের মালদহ জেলা সভাপতি আব্দুর রহিম বক্সীর অভিযোগ, “রায়গঞ্জ ও বালুরঘাটের ভোটারদের প্রভাবিত করতেই মালদহে প্রধানমন্ত্রীর এই সভা।” সিপিএমের মালদহ জেলা সম্পাদক অম্বর মিত্রের তোপ, “নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে।” মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরীরও দাবি, “পাশের দুই লোকসভার ভোটারদের প্রভাবিত করার চেষ্টা হচ্ছে।”

যদিও বিজেপির মালদহ দক্ষিণ সাংগঠনিক জেলা সভাপতি পার্থসারথি ঘোষের প্রতিক্রিয়া, “পাশের জেলার ভোটের সঙ্গে এখানকার ভোটের সম্পর্ক নেই। ভিত্তিহীন অভিযোগ।” রাজ্যে দ্বিতীয় দফার ভোট চলার দিন অন্য জেলায় প্রচার কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও। প্রশাসনিক মহলের একাংশের মতে, বহু দফায় ভোট-গ্রহণ হলে এক এলাকায় নির্বাচনের দিন অন্যত্র প্রচার কর্মসূচি ঠেকানোর কার্যত কোনও রাস্তা নেই।

আগামী ২৭ এপ্রিল বিজেপির সর্বভারতীয় সভাপতি নড্ডার বহরমপুরের বড়ঞা ও রানাঘাটে সভা রয়েছে। শাহের পূর্ব বর্ধমানের কাটোয়ায় এবং কৃষ্ণনগরে ৩০ তারিখ সভা করার কথা। একই দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জনসভা করার কথা বহরমপুরের শক্তিপুর (যে এলাকায় সম্প্রতি অশান্তি হয়েছে), বীরভূম, আসানসোলের নিঘা মাঠে। বহরমপুরে প্রধানমন্ত্রী মোদী ৪ মে সভা করতে পারেন বলে বিজেপি সূত্রের খবর।

সিপিএমের পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাটের কাল, শনিবার (২৭ তারিখ) দমদম ও কলকাতা দক্ষিণ কেন্দ্রে মিছিল করার কথা। কেরলের রাজনৈতিক পরিস্থিতি মেনে সে রাজ্যে কংগ্রেসের বিরুদ্ধে প্রচার করলেও কলকাতায় বৃন্দার প্রচারে কংগ্রেসেরও থাকার কথা। এর পরে রাজ্যে আসার কথা দলের সাধারণ সম্পাদক ইয়েচুরি, পলিটব্যুরো সদস্য প্রকাশ কারাট ও অন্য কেন্দ্রীয় নেতাদের।

২০২৪ লোকসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দিল্লিবাড়ির লড়াই' -এর পাতায়।

চোখ রাখুন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE